শুক্রবার, ১৬ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৭শে রজব, ১৪৪৭ হিজরি

শার্শা সীমান্তে বিজিবির অভিযানে মাদক ও চোরাই পণ্য জব্দ

আরো খবর

 বেনাপোল প্রতিনিধি:
যশোরের শার্শা সীমান্তে অভিযান চালিয়ে অবৈধ মাদকদ্রব্য ও বিভিন্ন ধরনের চোরাচালানী মালামাল আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
মঙ্গলবার বিজিবির যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এর বিশেষ টহলদল বেনাপোল ও শাহজাদপুর বিওপি এবং বেনাপোল আইসিপির সীমান্তবর্তী এলাকায় মাদক ও চোরাচালানবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে।
অভিযানে বিদেশি মদ, শাড়ি, শাল-চাদর, কম্বল, বিভিন্ন প্রকার ওষুধ, চকলেট ও কসমেটিকস সামগ্রী উদ্ধার করা হয়। আটককৃত মালামালের আনুমানিক বাজারমূল্য পাঁচ লক্ষ উনচল্লিশ হাজার সাতশত টাকা।
এ বিষয়ে যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী, এসপিপি, পিবিজিএম, পিএসসি জানান, দীর্ঘদিন ধরে সীমান্ত এলাকায় মাদকদ্রব্য ও চোরাচালানী মালামাল পাচারকারী চক্রকে আটক করতে বিজিবি বিশেষ পরিকল্পনার আওতায় গোয়েন্দা তৎপরতা ও আভিযানিক কার্যক্রম অব্যাহত রেখেছে।
তিনি আরও বলেন, এরই ধারাবাহিকতায় যশোর ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় নিয়মিত অভিযান পরিচালনার মাধ্যমে মাদকদ্রব্য ও বিভিন্ন ধরনের চোরাচালানী মালামাল জব্দ করা সম্ভব হচ্ছে। সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবির এ ধরনের আভিযানিক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

আরো পড়ুন

সর্বশেষ