সমীর রায়, আশাশুনি(সাতক্ষীরা) :
আশাশুনিতে মর্মান্তিক এক সড়ক দুর্ঘটনায় আহত মা-বাবাকে ২৪ ঘণ্টার ব্যবধানে হারিয়েছে শিশু মুন্নি(৮) ও তন্বী (৪) দুই বোন।
সাতক্ষীরা হার্ট ফাউন্ডেশন ক্লিনিকে চিকিৎসাধীন অবস্থায় সোমবার ভোরে শিশু দুটির মা সেলিনা খাতুন (২৭) মারা যায় এবং পরদিন মঙ্গলবার প্রায় একই সময়ে বাবা আব্দুর রহমানও মারা গেছেন। দিনমজুর আব্দুর রহমান কুল্যা ইউনিয়নের আরার কাদাকাটি গ্রামের নেছার উদ্দীনের ছেলে।
মর্মান্তিক সড়ক দুর্ঘটনাটি ঘটেছে রবিবার (৪ জানুয়ারী) বেলা ১২ টার দিকে কুল্যা ইউনিয়নের বাহাদুরপুর মোড়ে।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, রবিবার স্ত্রী ও ছোট মেয়ে তন্বীকে নিয়ে একটি ভাড়ায় চালিত মোটরসাইকেল যোগে আব্দুর রহমান সাতক্ষীরায় যাচ্ছিলো।
পথিমধ্যে বেলা ১২টার দিকে বাহাদুরপুর মোড়ে পৌঁছালে কুল্যার দিক থেকে আসা একটি দ্রুত গতির প্রাইভেটকার আসতে দেখে মটর সাইকেল চালক সাব্বির নিয়ন্ত্রণ হারিয়ে তন্বীকে নিয়ে রাস্তার পাশে পড়ে যায় এবং প্রাইভেটকারটি আব্দুর রহমান ও তার স্ত্রীকে চাপা দিয়ে চলে যায়।
দুর্ঘটনার পর আশঙ্কাজনক অবস্থায় দুজনকেই সাতক্ষীরা হার্ট ফাউন্ডেশনে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গত মঙ্গলবার আব্দুর রহমানের স্ত্রী সেলিনা খাতুন মৃত্যুবরণ করেন। ১ দিন পর ৭ বুধবার প্রায় একই সময়ে চিকিৎসাধীন অবস্থায় আব্দুর রহমানও মৃত্যুবরণ করেন।
বুধবার বিকাল ৫টায় স্থানীয় ফুটবল মাঠে তার জানাজা নামাজ শেষে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়।
এই হৃদয়বিদারক ঘটনায় এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। দিনমজুর আব্দুর রহমানের এতিম দুটি শিশুর পাশে দাঁড়াতে বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন সচেতন এলাকাবাসী।####

