শুক্রবার, ১৬ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৭শে রজব, ১৪৪৭ হিজরি

বেনাপোল সীমান্তে বিদেশী অস্ত্র গুলি মেগজিনসহ সন্ত্রাসী আটক

আরো খবর

বেনাপোল (যশোর) প্রতিনিধি:
যশোরের বেনাপোল সীমান্তে অস্ত্র গুলি মেগজিনসহ এক সন্ত্রাসী গ্রেফতার করেছে র‍্যাব-৬ এর একটি অভিযানিক দল।
রোববার বেনাপোলের রঘুনাথপুর গ্রামের সাকিব হাসানের বসতবাড়ির খাটের নিচ থেকে এই অস্ত্র উদ্ধার করা হয় বলে জানান র‌্যাবের মেজর নাজমুল হোসেন।
আটক  সাকিব হাসান (২১) বেনাপোল পোর্ট থানার বাহাদুপুর ইউনিয়নের রঘুনাথপুর গ্রামের আসলাম আলির ছেলে।
র‍্যাব কর্মকর্তা বলেন, গোপন সংবাদ পেয়ে র‍্যাব-৬ এর স্পেশাল কোম্পানির একটি চৌকস আভিযানিক দল  বেনাপোল পোর্ট থানার রঘুনাথপুর গ্রামে সাকিব হাসানের বসতঘরের শয়ন কক্ষ তল্লাশি করে খাটের তোষকের নিচ হতে ২টি বিদেশি পিস্তল, ৪টি ম্যাগাজিন এবং ৬ রাউন্ড গুলি উদ্ধার করে। উদ্ধারকৃত অস্ত্রের মধ্যে একটি পিস্তলে ‘মেডইন জাপান’ এবং অপরটিতে ‘মেডইন ইউএসএ’ লেখা রয়েছে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত সাকিব অবৈধভাবে আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ নিজ হেফাজতে রাখার কথা স্বীকার করে।
বেনাপোল পোর্ট থানার ওসি মোহাম্মদ আশরাফ হোসেন বলেন, র‍্যাব আটক আসামি ও উদ্ধারকৃত অস্ত্র বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করছে। থানায় অস্ত্র আইনে মামলা রুজু করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
বিদেশি অস্ত্র উদ্ধারের ঘটনায় এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা আরো জোরদার করা হয়েছে বলে জানান র‌্যাব কর্মকর্তা।

আরো পড়ুন

সর্বশেষ