শুক্রবার, ১৬ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৭শে রজব, ১৪৪৭ হিজরি

মণিরামপুরে জাপা প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা

আরো খবর

 

নিজস্ব প্রতিবেদক :ত্রয়োদশ জাতীয় সংসদ সদস্য নির্বাচনে মণিরামপুর আসনে জাতীয় পার্টির (জাপা) প্রার্থী এম এ হালিমের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন।১১ জানুয়ারি রোববার সকাল ১১টায় প্রধান নির্বাচন কমিশনারের কার্যালয়ে প্রধান নির্বাচন কমিশনের নেতৃত্বে আপিলকৃত প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাই অনুষ্ঠিত হয়। যাচাই-বাছাই শেষে একই দিন বিকাল ৫টার দিকে নির্বাচন কমিশন এম এ হালিমের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করে।

এ সময় এম এ হালিমের সঙ্গে উপস্থিত থেকে সার্বিক তদারকি করেন জাতীয় পার্টির মহাসচিব ব্যারিস্টার শামিম হায়দার পাটোয়ারী। বিষয়টি নিশ্চিত করেছেন প্রার্থী এম এ হালিম নিজেই।

 

সূত্র জানায়, নির্বাচন কমিশন কর্তৃক ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফশীল ঘোষণা হলে গত ২০২৫ সালের ২৯ ডিসেম্বর মণিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার সম্রাট হোসেনের কাছে মনোনয়নপত্র দাখিল করেন এম এ হালিম। পরবর্তীতে চলতি বছরের ৩ জানুয়ারি যশোর জেলার রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান যাচাই-বাছাই শেষে তার প্রার্থিতা বাতিল ঘোষণা করেন।

 

এরপর ৬ জানুয়ারি তিনি প্রধান নির্বাচন কমিশনারের কার্যালয়ে আপিল করেন। আপিল শুনানি শেষে ১১ জানুয়ারি রোববার নির্বাচন কমিশন জাতীয় পার্টির ওই প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেন।

আরো পড়ুন

সর্বশেষ