শনিবার, ১৭ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৮শে রজব, ১৪৪৭ হিজরি

বিজিবি-বিএসএফ চারদিনের সম্মেলন শুরু

আরো খবর

নিজস্ব প্রতিবেদক:

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের মধ্যে চারদিনের সীমান্ত সম্মেলন শুরু হয়েছে। গতকাল দুপুরে বিজিবি’র যশোর রিজিওন সদর দফতরে এ সম্মেলন শুরু হয়।

সম্মেলনে বিজিবি’র যশোর রিজিওন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল ওমর সাদীর নেতৃত্বে ১৮ সদস্যের প্রতিনিধি দল এবং বিএসএফের সাউথ বেঙ্গল ফ্রন্টিয়ারের ইন্সপেক্টর জেনারেল ড. অতুল ফুলজেলের নেতৃত্বে ৬ সদস্যের ভারতীয় প্রতিনিধি দল অংশ নিয়েছেন।
ভারতীয় প্রতিনিধি দলে বিএসএফ সদস্য ছাড়াও ভারত সরকারের স্বরাষ্ট্র এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিনিধিরাও রয়েছেন। বাংলাদেশ প্রতিনিধি দলেও সাথেও স্বরাষ্ট্র মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয়, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এবং ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের কর্মকর্তারা রয়েছেন।

বিজিবি’র জনসংযোগ কর্মকর্তা মো. শরিফুল ইসলাম জানান, চারদিনের এ সম্মেলনে সীমান্ত হত্যা, অবৈধ অনুপ্রবেশ, মাদকসহ অন্যান্য চোরাচালান, নারী ও শিশু পাচারসহ বিভিন্ন সীমান্ত অপরাধ, আন্তর্জাতিক সীমান্তের ১৫০ গজের মধ্যে বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম এবং বিজিবি-বিএসএফের মধ্যে পারস্পরিক আস্থা বৃদ্ধির বিষয়ে আলোচনা হবে। সম্মেলন শেষে আগামী ১২ জুন ভারতীয় প্রতিনিধি দল দেশে ফিরে যাবেন।

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ