শুক্রবার, ১৬ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৭শে রজব, ১৪৪৭ হিজরি

কেশবপুরে উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক কামরুজ্জামান

আরো খবর

কেশবপুর (যশোর) প্রতিনিধি:যশোরের কেশবপুরে উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক নির্বাচিত হয়েছেন কামরুজ্জামান। জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৬-এর অনুষ্ঠিত প্রতিযোগিতার ফলাফলে মাধ্যমিক পর্যায়ে শিক্ষক কামরুজ্জামান শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক নির্বাচিত হন। তিনি মূলগ্রাম মাধ্যমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক (সামাজিক বিজ্ঞান) হিসেবে কর্মরত রয়েছেন। রোববার তথ্যটি নিশ্চিত করেছেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সেখ ফিরোজ আহমেদ।

কামরুজ্জামান ২০১৫ সালের ১২ ডিসেম্বর উপজেলার মূলগ্রাম মাধ্যমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক হিসেবে যোগদান করেন। নতুন কারিকুলাম বিস্তরণ প্রশিক্ষণে ২০২৩-২৪ সালে উপজেলা প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন তিনি। এ ছাড়া বর্তমানে তিনি বেসরকারি শিক্ষক কর্মচারী ফোরাম কেশবপুর-এর সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।

 

শিক্ষক কামরুজ্জামান উপজেলার সুফলাকাটি ইউনিয়নের কাকবান্ধাল গ্রামের সাবেক ইউনিয়ন পরিষদের মেম্বার শের আলী গাজীর ছেলে। তিনি পরিবার নিয়ে কেশবপুর পৌর শহরের হাসপাতাল মোড় এলাকায় বসবাস করছেন।

আরো পড়ুন

সর্বশেষ