শনিবার, ১৭ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৮শে রজব, ১৪৪৭ হিজরি

চৌগাছায় সাংবাদিকদের সঙ্গে ইউএনওর মতবিনিময়

আরো খবর

ভ্রাম্যমাণ  প্রতিনিধি:
যশোরের চৌগাছায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তানভীর আহমদের সঙ্গে স্থানীয় সাংবাদিকদের মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৩ জানুয়ারি) সন্ধ্যায় অফিসার্স ক্লাবে এ মতবিনিময় সভা হয়।
সভায় উপস্থিত ছিলেন চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম। এছাড়া প্রেসক্লাব চৌগাছার সভাপতি অধ্যক্ষ আবু জাফর (দৈনিক ইত্তেফাক), সিনিয়র সহ-সভাপতি রহিদুল ইসলাম খান (দৈনিক আমার দেশ ও দৈনিক রানার), সাধারণ সম্পাদক আজিজুর রহমান (দৈনিক আজকের পত্রিকা), যুগ্ম সাধারণ সম্পাদক এম এ রহিম (দৈনিক নয়াদিগন্ত ও দৈনিক প্রতিদিনের কথা), কোষাধ্যক্ষ আসাদুজ্জামান মুক্ত (দৈনিক যায়যায়দিন), দপ্তর সম্পাদক রায়হান হোসেন (দৈনিক যশোর), সাংগঠনিক সম্পাদক শ্যামল দত্ত (দৈনিক কালবেলা ও দৈনিক প্রজন্ম একাত্তর)সহ প্রেসক্লাবের অন্যান্য কর্মকর্তা ও সদস্যরা উপস্থিত ছিলেন। এ সময় উপজেলার বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তারাও অংশ নেন।
মতবিনিময় সভায় আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে উপজেলার সার্বিক পরিস্থিতি, আইনশৃঙ্খলা এবং সাংবাদিকদের ভূমিকা নিয়ে আলোচনা হয়। ইউএনও তানভীর আহমদ বলেন, নির্বাচনকে সামনে রেখে প্রশাসন সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। সুষ্ঠু, শান্তিপূর্ণ ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে এবং সাংবাদিকদের সঙ্গে সমন্বয় রেখে কাজ করা হবে।

আরো পড়ুন

সর্বশেষ