শুক্রবার, ১৬ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৭শে রজব, ১৪৪৭ হিজরি

কালীগঞ্জে আইনশৃঙ্খলা কমিটির সভায় নির্বাচনী আচরণবিধি প্রতিপালনের নির্দেশনা

আরো খবর

মোঃ সোহাগ, কালীগঞ্জ (ঝিনাইদহ):
জাতীয় সংসদ নির্বাচনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে ঝিনাইদহের কালীগঞ্জে আইনশৃঙ্খলা বিষয়ক কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারি রিটার্নিং কর্মকর্তা রেজওয়ানা নাহিদ।
সভায় নির্বাচনকালীন আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্রে সিসিটিভি ক্যামেরা স্থাপন, নির্বাচনী আচরণবিধি কঠোরভাবে প্রতিপালন, গোয়েন্দা সংস্থার নজরদারি বৃদ্ধি এবং উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে চেকপোস্ট স্থাপনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
এছাড়া সভায় মাদকবিরোধী অভিযান জোরদার, দ্রুতগতির মোটরসাইকেল চলাচল নিয়ন্ত্রণ, নসিমন ও আলমসাধু বন্ধ,  লাইসেন্সবিহীন দোকানে গ্যাস সিলিন্ডার ও অকটেন বিক্রি নিষিদ্ধকরণ, ধর্ষণ ও ডাকাতি হ্রাসে সমন্বিত উদ্যোগ গ্রহণ সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হয়।
সভায় ইউএনও নির্বাচনকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে সকল দপ্তরকে সমন্বিতভাবে দায়িত্ব পালনের নির্দেশনা প্রদান করেন।
সভাতে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, উপজেলা কৃষি কর্মকর্তা মাহবুব আলম রনি,মৎস্য কর্মকর্তা হাসান সাজ্জাদ,বিআরডিবি কর্মকর্তা খাইরুল হক,নির্বাচন কর্মকর্তা অঞ্জন কুমার সহ ডিজিএফআই,আনসার বিডিপির সদস্য সহ সাংবাদিক এবং বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

আরো পড়ুন

সর্বশেষ