ভ্রাম্যমাণ প্রতিনিধি:
ভোটারদের হুমকি দিলেই কঠোর আইনগত পদক্ষেপ নেওয়া হবে। বিন্দুমাত্র ছাড় দেওয়া হবে না। বলে ঘোষণা দিয়েছেন যশোর জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান। তিনি বলেন দীর্ঘদিন পর দেশে প্রকৃত নির্বাচন হতে যাচ্ছে। এ নির্বাচনে যারাই ডিস্টার্ব করবে তাদেরকে কোন ছাড় দেওয়া হবে না, সে যেই হোক না কেন। বৃহস্পতিবার বেলা ১২ টায় চৌগাছা উপজেলা পরিষদ মিলনায়তনে এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।
মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তানভীর আহমদ। প্রধান অতিথি আরো বলেন, সরকারের উচ্চ পর্যায়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে দেশে একটি অবাধ নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচন করতে হবে। জুলাই আন্দোলনে হাজারও শহীদের রক্তের বিনিময়ে আমারা ফ্যাসিবাদ মুক্ত হয়েছি। সেকারণে আবারো কোন ফ্যাসিবাদ যেন জন্ম হতে না পারে তার জন্য গণভোটের ব্যবস্থা করেছে সরকার। তিনি বলেন, ফ্যাসিবাদের পথ চিরতরে বন্ধ করতে গণভোটের আয়োজন করেছে সরকার। সরকারের গোয়েন্দা বিভাগ ফ্যাসিবাদের দোসরদের তৎপরতা রুখে দিতে কঠোর পরিশ্রম করে যাচ্ছেন।
মতবিনিময় সভায় স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, উপজেলা পরিষদের কর্মকর্তাবৃন্দ এবং সাংবাদিকরা মতামত ব্যক্ত করেন। জেলা প্রশাসক সবার কথা ধৈর্যসহকারে শুনে চৌগাছার বিভিন্ন সমস্যার সমাধান এবং উন্নয়নে ভূমিকা রাখারও আশ্বাস দেন।
সভায় অন্যান্যের মধ্যে মতামত ব্যক্ত করেন উপজেলা কৃষি কর্মকর্তা মোসাব্বির হুসাইন, উপজেলা জামায়াতের নায়েবে আমীর মাওলানা নুরুল ইসলাম, সেক্রেটারী অধ্যপক মাওলানা নুরুজ্জামান আল মামুন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হালিম চঞ্চল, উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারী ও সাবেক পৌর প্যানেল মেয়র মাস্টার কামাল আহমেদ বিশ্বাস, প্রেসক্লাবের সিনিয়র সহসভাপতি রহিদুল ইসলাম খান, প্রেসক্লাব চৌগাছা যুগ্ম-সাধারণ সম্পাদক এম এ রহিম, চৌগাছা সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ রফিকুল ইসলাম কবির, তরিকুল ইসলাম পৌর কলেজের অধ্যক্ষ মঞ্জুরুল আলম লিটু, বীর মুক্তিযোদ্ধা ওয়াজেদ আলী, সাবেক নৌকমান্ডো বীর মুক্তিযোদ্ধা রুহুল আমিন, চৌগাছা থানার তদন্ত ওসি নূরুল আমিন শিকদার, এবি পার্টির কেন্দ্রিয় সহ-দপ্তর সম্পাদক রিপন মাহমুদ, বাসদ নেতা ইমরান খান, বৈসম্য বিরোধী ছাত্র নেতা রাশিদুল ইসলাম রিতম প্রমুখ।
এ সময় উপস্থিত ছিলেন প্রেসক্লাব চৌগাছার সভাপতি অধ্যক্ষ আবু জাফর, জেলা অতিরিক্ত ম্যাজিষ্টেট আছিফ উদ্দীন, মাধ্যমিক শিক্ষা কর্মকতা এস এম বজলুর রশিদ, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোস্তাফিজুর রহমান, উপজেলা প্রকৌশলী সিদ্ধার্থ কুমার শাহা, মহিলা বিষয়ক কর্মকর্তা মাহমুদা খানম, জনস্বাস্থ্য প্রকৌশলী ফেরদৌস আরা, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সামসুন নাহার, পৌর জামায়াতের আমির মাওলানা আব্দুল খালেক, সেক্রেটারী ডাঃ জিল্লুর রহমান প্রমুখ।