মনিরামপুর প্রতিনিধি: যশোরের মনিরামপুর উপজেলার রাজগঞ্জের ডুমুরখালি বাজার সংলগ্ন খেয়াঘাটে নিজস্ব অর্থায়নে কাঠ ও বাঁশ দিয়ে তৈরি একটি সেতু আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) বিকাল ৪টায় স্থানীয় মোঃ আবু বক্কর সিদ্দিকের সভাপতিত্বে এ সেতুটি উদ্বোধন করা হয়। স্থানীয় সমাজসেবক মোঃ মনিরুজ্জামান মনি ও মাষ্টার জিয়াউর রহমানের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হরিহরনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিএনপি নেতা আব্দুর রাজ্জাক বিশ্বাস, বাঁকড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনিছুর রহমান, সাবেক চেয়ারম্যান বিএনপি নেতা গাজী আব্দুস সাত্তার প্রমুখ।
এই সেতুর মাধ্যমে মনিরামপুর ও ঝিকরগাছা দুই উপজেলার মধ্যে সরাসরি যোগাযোগ স্থাপিত হয়েছে। ফলে যাতায়াতের দূরত্ব ৫ থেকে ৬ কিলোমিটার কমেছে। স্থানীয় মালয়েশিয়া প্রবাসী জিয়াউর রহমান নিজস্ব অর্থায়নে এই ব্রীজটি নির্মাণ করেন। এরআগে ডুমুরখালি ও উজ্জলপুর দু’গ্রামের হাজার হাজার মানুষ কপোতাক্ষ নদ নৌকায় করে ঝুঁকি নিয়ে পারাপার হতো। উদ্যোক্তা জিয়াউর রহমান বলেন- ডুমুরখালি বাজারে তিনটি শিক্ষাপ্রতিষ্ঠান ও একটি বাজার আছে।
এগুলোর উন্নয়নের কথা ভেবে সেতু করা হয়েছে। নদের ওপারের ঝিকরগাছার মানুষজন এপারে আসতে খুব কষ্ট। আষাঢ়-শ্রাবণ মাসে নদ কানায় কানায় ভরে যায়। নৌকা পার হতে তখন খুব সমস্যা হয়। ঝুঁকি নিয়ে নৌকায় করে স্কুলের বাচ্চাদের স্কুলে যাওয়ার সময় বইখাতা ভিজে যেতো।
সেতু হওয়াতে উজ্জ্বলপুর, বালিয়াডাঙ্গা, খোশালনগর, ডুমুরখালি, রূপসপুর, তাজপুর ও দশআনি কোলা গ্রামের মানুষের নদ পারাপারে গন্তব্যে পৌঁছানো সহজ হয়েছে।

