শুক্রবার, ১৬ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৭শে রজব, ১৪৪৭ হিজরি

নবম পে-স্কেল: এক দফা দাবিতে যশোরে সরকারি কর্মচারীদের প্রতীকী অনশন

আরো খবর

নিজস্ব প্রতিবেদক:

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বাংলাদেশ সরকারি কর্মচারী সমন্বয় কমিটি, যশোর জেলা শাখার উদ্যোগে নবম পে-স্কেলের এক দফা দাবিতে  প্রেসক্লাব যশোরের সামনে প্রতীকী অনশন কর্মসূচি পালিত হয়েছে।

 শুক্রবার সকাল সাড়ে ৯টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত প্রেসক্লাবের সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। বাংলাদেশ সরকারি কর্মচারী সমন্বয় কমিটি,যশোর জেলা শাখার আয়োজনে যশোর সদর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার জিএস জাহিদুল হকের নেতৃত্বে প্রায় সরকারি কর্মচারী এ অনশনে অংশ নেন।

অনশন কর্মসূচিতে বক্তব্য রাখেন সহকারী শিক্ষক মফিজুর রহমান,সদর উপজেলা স্বাস্থ্য সহকারী অ্যাসোসিয়েশনের সভাপতি মহিদুল ইসলাম সবুজ, সরকারি কর্মচারী যশোর জেলা সমন্বয় কমিটির সাধারণ সম্পাদক নুর ইসলাম মিঠু,পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষক শেখ ওবায়দুর রহমান, বাংলাদেশ রেলওয়ের কর্মচারী আব্দুর রহিমসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মচারীরা।

বক্তারা বলেন,বর্তমান বাজারদরের সঙ্গে সামঞ্জস্য রেখে সরকারি কর্মচারীদের জীবনযাপন দিন দিন কঠিন হয়ে পড়ছে। অথচ দীর্ঘদিন ধরে নবম পে-স্কেলের ন্যায্য দাবি বাস্তবায়ন না হওয়ায় কর্মচারীদের মধ্যে অসন্তোষ বাড়ছে। তারা অবিলম্বে নবম পে-স্কেল বাস্তবায়নের জন্য সরকারের প্রতি জোর দাবি জানান।

আরো পড়ুন

সর্বশেষ