নিজস্ব প্রতিবেদক: বৃহস্পতিবার যশোরের বেজপাড়া বনাণী রোডে আয়োজন করা হয় দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প। সার্বজনীন পূজা কমিটি বেজপাড়া মহল্লাহ সুরক্ষা কামিটি যৌথভাবে এই কর্মসূচির আয়োজন করে।
সকালে এই মেডিকেল ক্যাম্প উদ্ধোধন করেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক(খুলনা বিভাগ) ও যশোর ৩ সংসদীয় আসনে ধানের শীষের প্রার্থী অনিন্দ ইসলাম অমিত।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় অনিন্দ ইসলাম অমিত বলেন, আমাদের নেতা তারেক রহমান বলেছেন, বাংলাদেশে কোন ধর্ম বর্ণ বৈষম্য থাকবে না। পহাড় সমতলের মানুষ সমান অধিকার ভোগ করবেন।
তিনি বলেন,আমার প্রয়াত পিতা তরিকুল ইসলাম যশোরের মাটি মানুষকে ভালবেসে যেমন তাঁর জীবনের শেষ মুহুর্ত পর্যন্ত আপনাদের পাশে ছিলেন তেমনি আমিও তাঁর রেখে যাওয়া আদর্শ মাথায় নিয়ে আপনাদের পাশে এসে দাড়িয়েছি। সুখে দুখে সকলে আমরা মিলেমিশে একসাথে থাকব।
আসুন আমরা সবাই মিলে উন্নত সমৃদ্ধ আধুনিক নিরাপদ যশোর গড়ে তুলি। আপনাদের সহযোগিতা পেলে এই কর্মযজ্ঞ বাস্তবায়ন মেটেও দুরুহ হবে না।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি দীপংকর দাস রতন ও অ্যাড. দেবাশীষ রায়।এসময় পূজা কমিটি ও মহল্লাহ সুরক্ষা কামিটির সভাপতি সাধারণ সম্পাদকসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। দিনব্যাপী মেডিকেল ক্যাম্পে ১৭৫ জন রোগীর কিকিৎসাসেবা ও বিনা মুল্যে ওষধ প্রদান করা হয়।

