শুক্রবার, ১৬ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৭শে রজব, ১৪৪৭ হিজরি

যশোরে চুরির অভিযেগে গণপিটুনিতে যুবক নিহত, দোকান মালিক পুলিশ হেফাজতে

আরো খবর

নিজস্ব প্রতিবেদক:
যশোর সদর উপজেলার রামনগর ইউনিয়নের বলাডাঙ্গা শ্রীকান্তনগর বাজার এলাকায় চুরি করতে গিয়ে গণপিটুনিতে শামীম (৩৫) নামে এক যুবক নিহত হয়েছেন। নিহত শামীম ওই এলাকার ছবদুলের ছেলে। পুলিশ জানায়, তিনি মাদকাসক্ত ও ভবঘুরে ছিলেন।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, মাদক সেবনের জন্য টাকা সংগ্রহের উদ্দেশ্যে শামীম বৃহস্পতিবার রাতে স্থানীয় আরাফাত হোসেনের বিকাশের দোকানের সামনের দরজার পাল্লা ভেঙে ভেতরে প্রবেশ করেন। এ সময় দোকানমালিক ঘুম থেকে উঠে সিসিটিভি ক্যামেরায় দোকানের ভেতরে একজনকে দেখতে পান। তার চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে শামীমকে ধরে মারধর করেন।

গুরুতর আহত অবস্থায় দোকানমালিকসহ স্থানীয় কয়েকজনের সহযোগিতায় শামীমকে যশোর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কোতোয়ালি মডেল থানার ইন্সপেক্টর (তদন্ত) কাজী বাবুল হোসেন জানান, মরদেহটি ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য আফিফ টেলিকমের মালিক ও দোকানমালিক আরাফাত হোসেনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। কোতোয়ালি থানার ইনসপেক্টর মমিনুল হক বলেন, ঘটনার সময় উপস্থিত ব্যক্তিদের শনাক্ত ও প্রকৃত ঘটনা উদঘাটনে তদন্ত চলছে।

আরো পড়ুন

সর্বশেষ