শনিবার, ১৭ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৮শে রজব, ১৪৪৭ হিজরি

মণিরামপুরে বিড়ালের পিটিয়ে মারার ঘটনায় থানায় অভিযোগ

আরো খবর

নিজস্ব প্রতিবেদক :যশোরের মণিরামপুরে বিড়ালের পিটিয়ে মারার ঘটনায় থানায় অভিযোগ দাখিল হয়েছে।  প্রতিবেশী পাশের বাড়ির দুিইটি পোষা বিড়ালের ওপর নির্মম হামলা করায় একটি মারা যায় এবং অপরটি গুরুতর আহত হয়েছে। এব্যাপারে শনিবার (১৭ জানুয়ারি) থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন জিল্লুর রহমান।
জিল্লুর রহমান জানান, শুক্রবার দুপুরে তার দুই পোষা বিড়াল প্রতিবেশী মোঃ হিরার বাড়িতে গেলে হিরা লাঠি দিয়ে বিড়াল দুটি মারপিট করেন। ১৭ ই জানুয়ারি শনিবার   দুই বিড়াল গুরুতর আহত অবস্থায় মণিরামপুর উপজেলা প্রাণী সম্পদ  হাসপাতালে নেওয়ার পথে একটি বিড়াল মারা যায়। অপর বিড়ালটির সামনের দাঁত ভেঙ্গে যায় এবং একটি চোখ নষ্ট হয়।
তিনি আরও অভিযোগ করেছেন, বিবাদী ইয়ারগান দিয়ে পোষা ও বন্য পশু শিকারও করে থাকেন।
মালিকের  পরিবারের সদস্যরা মোছাঃ সুরাইয়া আক্তার বৃষ্টি (১৯)ও  মোছাঃ রেকসনা খাতুন  আহত বিড়াল দুটি কোলে নিয়ে  কান্না করতে করতে থানায় বিচার চেয়েছেন।
এ বিষয়ে মণিরামপুর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মোঃ তৌহিদুল ইসলাম  বলেন, আহত বিড়ালের অবস্থা খুবই খারাপ ছিলো। মোবাইল ফোনে প্রাথমিক চিকিৎসা দিয়েছি এবং খুলনা বিড়ালদের জন্য বেশেষ হসপিটালে নিয়ে যাওয়ার জন্য পরামর্শ দিয়েছিলাম।
এ বিষয়ে মণিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রজিউল্লাহ খান বলেন, অভিযোগের বিষয়ে তদন্ত শুরু হয়েছে। আইন গত ব্যাবস্থা নেওয়া হবে।

আরো পড়ুন

সর্বশেষ