শনিবার, ১৭ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৮শে রজব, ১৪৪৭ হিজরি

মণিরামপুরে ফুটপাথ দখলমুক্ত করতে অভিযান, ফের লাল দাগ দিল প্রশাসন

আরো খবর

নিজস্ব প্রতিবেদক :যশোরের মণিরামপুর পৌরসভার থানার মোড় সংলগ্ন বাজার এলাকায় ফুটপাথ দখলমুক্ত করতে অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন ও পৌরসভা। শনিবার (১৭ জানুয়ারি) দুপুর আনুমানিক ১২টার দিকে এ অভিযান পরিচালিত হয়।
মণিরামপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মাহির দায়ান আমিন এবং মণিরামপুর পৌরসভার নির্বাহী কর্মকর্তা মো. তফিকুল আলমের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
অভিযানকালে জনসাধারণের চলাচলের জন্য নির্ধারিত স্থানে দোকানের পণ্যসামগ্রী রেখে প্রতিবন্ধকতা সৃষ্টি করার দায়ে দুইজন ব্যবসায়ীকে স্থানীয় সরকার (পৌরসভা) আইন, ২০০৯-এর ১০৯ ধারা অনুযায়ী দুটি পৃথক মামলায় মোট ৪,০০০ (চার হাজার) টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
জরিমানাপ্রাপ্ত ব্যবসায়ীরা হলেন ১. সাধন কুন্ডু (৪০), পিতা: বিমল কুন্ডু, গ্রাম: হাকোবা—চাল ব্যবসায়ী (জরিমানা ২,০০০ টাকা)।২. নাজমুল হোসেন (৩৫), পিতা: নজরুল ইসলাম, গ্রাম: জয়পুর—মুদিখানা ব্যবসায়ী (জরিমানা ২,০০০ টাকা)।
মোবাইল কোর্ট পরিচালনার পাশাপাশি সর্বশেষ জরিপে প্রণীত মানচিত্র অনুযায়ী সার্ভেয়ারের মাধ্যমে রাস্তার উভয় পাশে লাল রঙ লেপনের মাধ্যমে জনসাধারণের চলাচলের জন্য নির্ধারিত স্থান চলতি মাসে দ্বিতীয়বারের মতো চিহ্নিত করা হয়।
অভিযান চলাকালে মণিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রজিউল্লাহ খানসহ পৌরসভার বিভিন্ন শাখার কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়া মণিরামপুর থানা পুলিশের একটি দল অভিযানে সার্বিক সহযোগিতা করে।
অভিযানকালে সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মাহির দায়ান আমিন বলেন, জনস্বার্থে যানজট নিরসন ও ফুটপাথ দখলমুক্ত রাখতে এ ধরনের অভিযান চলমান থাকবে।
উল্লেখ্য, পৌরবাসী ও ব্যবসায়ীদের অভিযোগের প্রেক্ষিতে এর আগে গত ৫ জানুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দে উপজেলা নির্বাহী কর্মকর্তা সম্রাট হোসেনের নেতৃত্বে সহকারী কমিশনার (ভূমি), মণিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রজিউল্লাহ খান, উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ার ও পৌর ভূমি সহকারী কর্মকর্তাদের সমন্বয়ে গঠিত একটি দল বাজার কমিটির সদস্যদের উপস্থিতিতে ফুটপাথ দখলকারী ব্যবসায়ীদের সতর্ক করে সচেতনতামূলক মাইকিং পরিচালনা করে। তারই ধারাবাহিকতায় শনিবার এই অভিযান পরিচালিত হয়।

আরো পড়ুন

সর্বশেষ