রবিবার, ১৮ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ৪ঠা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৯শে রজব, ১৪৪৭ হিজরি

কেশবপুরে ন্যাশনাল চিলড্রেন’স টাস্ক ফোর্স শাখার বার্ষিক সাধারন সভা অনুষ্ঠিত

আরো খবর

কেশবপুর (যশোর) প্রতিনিধি ॥
কেশবপুরে পরিত্রাণ এর সভাকক্ষে দাতা সহযোগী সুইডিস ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট কো-অপারেশন এজেন্সি-সিডা এর অর্থায়নে ও প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ এর কারিগরী সহযোগীতায় ওয়াই মুভস্ প্রকল্পের আওতায় দক্ষিণ পশ্চিমাঞ্চলে কর্মরত মানবাধিকার সংগঠন পরিত্রাণ ও ন্যাশনাল চিলড্রেন’স টাস্ক ফোর্স (এনসিটিএফ) কেশবপুর উপজেলা শাখা বার্ষিক সাধারন সভা শুক্রবার সকালে অনুষ্ঠিত হয়েছে।
পিয়া দাসের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুবোধ মিত্র কল্যাণ ফাউন্ডেশনের চেয়ারম্যান মিলন মিত্র। বিশেষ অতিথি উপস্থিত ছিলেন পরিত্রাণ এর নির্বাহী পরিচালক মিলন দাস ও পরিত্রাণ এর প্রদীপ প্রকল্পের সমন্বয়কারী রবিউল ইসলাম।
অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে আশা দাস বিগত কমিটি ভেঙ্গে দেওয়ার ঘোষনা দেন। পরবর্তীতে এলামনাই সদস্য মেঘনা দাস এর সঞ্চালনায় উপস্থিত এনসিটিএফ সদস্যবৃন্দদের সম্মতিতে ওয়াই মুভস্ এর প্রজেক্ট অফিসার উজ্জ্বল দাস এবং পরিত্রাণ এর সমন্বয়কারী মোঃ রবিউল ইসলাম এর উপর নির্বাচন পরিচালনার দায়িত্ব অর্পন করেন। এনসিটিএফ সদস্যরা গণতান্ত্রিক উপায়ে ভোটাভুটির মাধ্যমে ১১ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটি গঠন মতামত দেন। উপস্থিত সকলে স্বতস্ফুর্তভাবে ভোটে অংশ গ্রহন করে। কমিটির ফলাফ অনুযায়ী নবগঠিত কমিটিতে সভাপতি নির্বাচিত হন পিয়া দাস। ন্যাশনাল চিলড্রেন’স টাস্ক ফোর্স (এনসিটিএফ) কেশবপুর উপজেলা শাখার অন্যান্য নেতৃবৃন্দকে নিয়ে এক বছরের কর্মপরিকলপনা ঘোষনা করেন সভাপতি পিয়া দাস। বার্ষিক সাধারণ সভায় মোট- ৭০ জন তাদের ভোট প্রয়োগ করে। সভায় প্রদীপ প্রকল্পের স্বেচ্ছাসেবক রিনা দাস ।

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ