সোমবার, ১৯শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ৫ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ৩০শে রজব, ১৪৪৭ হিজরি

নড়াইলে সড়ক দুর্ঘটনায় এসএসসি পরীক্ষার্থী নিহত

আরো খবর

নিজস্ব প্রতিবেদক, নড়াইল:
নড়াইলে সড়ক দুর্ঘটনায় মেহেদী হাসান (১৭) নামে এক এসএসসি পরীক্ষার্থী নিহত হয়েছেন। এ ঘটনায় ভ্যানে থাকা ইমরান হোসেন (২৪) নামে আরও একজন গুরুতর আহত হয়েছেন।

রোববার (১৮ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে নড়াইল সদর উপজেলার আউড়িয়া এলাকায় শিল্পী এস এম সুলতান সেতুর কাছে এ দুর্ঘটনা ঘটে।

 

নিহত মেহেদী হাসান কালিয়া উপজেলার পেড়লী গ্রামের মনিরুজ্জামানের ছেলে। তিনি পরিবারের সঙ্গে নড়াইল শহরের মহিষখোলা পুরাতন ফেরিঘাট এলাকায় ভাড়া বাসায় বসবাস করতেন। মেহেদী নড়াইল সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের এসএসসি পরীক্ষার্থী ছিলেন। আহত ইমরান হোসেন সদর উপজেলার ভদ্রবিলা গ্রামের ইমদাদুল খানের ছেলে।

 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রোববার বিকেলে মহিষখোলার বাসা থেকে মেহেদী তার মামার বাড়ি সদর উপজেলার গোবরা এলাকায় যান। সেখান থেকে সন্ধ্যায় মোটরসাইকেলে করে নড়াইল শহরের দিকে ফেরার পথে এসএম সুলতান সেতু এলাকায় পৌঁছালে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি ভ্যানের সঙ্গে সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে মেহেদী এবং ভ্যানে থাকা ইমরান হোসেনও গুরুতর আহত হন।
স্থানীয়রা আহতদের উদ্ধার করে নড়াইল জেলা হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক মেহেদী হাসানকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত ইমরান হোসেনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

 

নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওলি মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। আইনি প্রক্রিয়া শেষে নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

আরো পড়ুন

সর্বশেষ