সোমবার, ১৯শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ৫ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ৩০শে রজব, ১৪৪৭ হিজরি

মণিরামপুরে স্যালো মেশিন চুরির অভিযোগে যুবক আটক

আরো খবর

নিজস্ব প্রতিবেদক :যশোরের মনিরামপুর উপজেলার ০১ নং রোহিতা ইউনিয়নের পলাশী গ্রামে স্যালো মেশিন চুরির সময় এক যুবককে আটক করেছে স্থানীয় জনগণ।
স্থানীয় সূত্রে জানা যায়, মোঃ হাসানুল ইসলাম (৩০), পিতা—মৃত খলিল মোড়ল, সাং—পলাশী, গত ১৮ জানুয়ারি রবিবার সন্ধ্যা আনুমানিক সাড়ে ৮টার দিকে জমিতে পানি দেওয়া শেষে স্যালো মেশিন বন্ধ করে বাড়ি ফিরে যান।
পরদিন ১৯ জানুয়ারি সোমবার সকালে তিনি জানতে পারেন, স্থানীয় জনগণ স্যালো মেশিনসহ একজন চোরকে আটক করেছে। খবর পেয়ে তিনি দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে দেখতে পান, তার ব্যবহৃত স্যালো মেশিনটি চুরি করে নিয়ে যাওয়ার সময় পথিমধ্যে ওই চোরকে আটক করা হয়েছে।
আটককৃত যুবক হলেন মোঃ রফিকুল ইসলাম (২২), পিতা—মুক্তার হোসেন, সাং—যশোর রেলগেট, জেলা—যশোর। পরে স্যালো মেশিন এর মালিক হাসানুল ইসলাম পুলিশকে অবহিত করলে মনিরামপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই যুবককে নিজেদের হেফাজতে নেয়।
এ বিষয়ে মনিরামপুর থানার অফিসার ইনচার্জ রজিউল্লাহ খান বলেন, ঘটনাটি তদন্তাধীন রয়েছে এবং আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

আরো পড়ুন

সর্বশেষ