কপিলমুনি প্রতিনিধি: খুলনা পাইকগাছা প্রধান সড়কের পাশে কপিলমুনির জনতা ব্যাংক সংলগ্ন সাহা পাড়া ( মনসা বাড়ির) রাস্তাটি সংস্কারের প্রয়োজন এক যুগ পার হয়ে গেলেও সংস্কার বা মেরামত না করায় রাস্তাটিতে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে । যে কারণে এলাকার মানুষের চলাচলে চরম দুর্ভোগ পোহাতে হয়। বিশেষ করে বর্ষাকালে জনসাধাধারণের যাতয়াত অনপোযোগী হয়ে পড়ে। বাজার ঘাট কিংবা এলাকার শিক্ষার্থীরা স্কুল-কলেজে যেতে পারে না।
স্থানীয় এলাকার শিক্ষক মিন্টু সাহা বলেন, এই রাস্তাটিতে আমাদের সব সময় চলাফেরা করতে হয় । এছাড়া কপিলমুনি বাজারের প্রতি বৃহস্পতিবার ও রবিবার হাট থাকায় ওই দুই দিন চালাচল আরো বেড়ে যায়। শ্রীরামপুর, গোলাবাটি, সলুয়া নোয়াকাটি, হরিদাস কাটি, রহিমপুর গ্রামবাসিসহ কপিলমুনি কলেজ, মেহেরুন্নেসা বালিকা বিদ্যালয়, কপিলমুনির সহচরী বিদ্যামন্দির স্কুল এন্ড কলেজ, জাফর আউলিয়া মাদ্রাসার শিক্ষার্থীরা সময় মত প্রতিষ্ঠানে যেতে পারে না।
ফলে রাস্তাটি দ্রুত সংস্কারের জন্য এলাকার সাত গ্রামবাসী জেলা প্রশাসকসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ দাবি করেছেন।

