মহেশপুর (ঝিনাইদহ)প্রতিনিধিঃ
ভারতের রাজনৈতিক দল বিজেপির দুই নেতা কর্তৃক হযরত মোহাম্মদ (সা:) কে নিয়ে কটূক্তির প্রতিবাদে মানববন্ধন করেছে ঝিনাইদহের মহেশপুরের সর্বস্তরের তৌহিদী মুসলিম জনতা।
গতকাল শুক্রবার (১০ জুন) বেলা ১১টায় পৌর সভার কেন্দ্রীয় জামে মসজিদে সামনে এ মানববন্ধন করেন তারা।
মানববন্ধনে উপস্থিত ছিলেন মহেশপুর কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম মুফতি জাহাঙ্গীর আলম, কারবালা জামে মসজিদের ইমাম মাওলানা আবু সাঈদ এজাজী, জলিলপুর সুফফা মাদরাসার মুহতামিম মুফতি রফিকুল ইসলাম, মাওলানা ইব্রাহিম খলিল, মাওলানা আব্দুল্লাহ আল মামুন, মাওলানা সোলাইমান, লিটন মিয়া, আবু জাফর আল আসাদসহ এলাকার সর্বস্তরের মুসলিম জনতা।
এ সময় বক্তারা বলেন, সারা বিশ্বের দেড়শ কোটি মুসলমানের হৃদয়ের মধ্যমণি মহানবী হযরত মোহাম্মদ (সা:)। ভারতের বিজেপির দুই নেতা রাসুল (সা:) এর পবিত্র বিবাহ নিয়ে কটূক্তি করে সারা বিশ্বের দেড়শ কোটি মুসলমানের হৃদয়ে আঘাত দিয়েছেন। সর্বকালের সর্বশ্রেষ্ঠ মানব হযরত মোহাম্মদ (সা:) যার চরিত্রের সার্টিফিকেট প্রদান করেছেন স্বয়ং আল্লাহ। রাসূল (সা:) নিয়ে কটূক্তিকারীদের দ্রুত শাস্তির আওতায় না আনলে দুনিয়ার মুসলমানরা ঘরে বসে থাকবে না।
বক্তারা আরো বলেন, যদি দুনিয়ায় একজন মানুষ বেঁচে থাকে, তাহলে তার ইমানি দায়িত্ব এই কটূক্তির জবাব দেওয়া। তাই আজ আমরা এখানে এসেছি। আমরা এই কটূক্তির চরম নিন্দা জ্ঞাপন করছি।
মানববন্ধনে বক্তারা রাষ্ট্রীয়ভাবে প্রতিবাদ জানানোর জন্য বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে আহ্বান জানান সেই সাখে দেশবাসীর কাছে ভারতে পণ্য বয়কটের অনুরোধ জানান।

