বুধবার, ২১শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ৭ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২রা শাবান, ১৪৪৭ হিজরি

সাতক্ষীরায় যৌথ বাহিনীর অভিযানে আটক ২,বোমা তৈরির সরঞ্জাম, ম্যাগজিন উদ্ধার

আরো খবর

সাতক্ষীরা প্রতিনিধি : সাতক্ষীরায় যৌথ বাহিনীর অভিযানে আটক ২,বোমা তৈরির সরঞ্জাম, ম্যাগজিন উদ্ধারকরা হয়েছে।
মঙ্গলবার ভোর রাতে সাতক্ষীরা কালিগঞ্জের কৃষ্ণনগর এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন, কৃষ্ণনগর গ্রামের মৃত মনসুর আলীর পুত্র মাহাবুবুর মোড়ল, একই এলাকার মৃত আলী বকস গাজীর পুত্র শহিদুল গাজী।

 

কালিগঞ্জ সেনা ক্যাম্প জানায়, গোপন সংবাদের ভিত্তিতে কালিগঞ্জ সেনা ক্যাম্প এর একটি দল এবং পুলিশ এর একটি দল যৌথভাবে রাতভর সাঁড়াশি অভিযান চালিয়ে ডাকাত দলের একজন শীর্ষ সহযোগীকে হোসেনপুর গ্রামে নিজ বাড়ি থেকে গ্রেফতার করতে সক্ষম হয়। পরবর্তীতে তারই দেওয়া তথ্যের ভিত্তিতে অপর একজন ঘনিষ্ঠ সহযোগীকে কৃষ্ণনগর গ্রামে নিজ বাসা থেকে গ্রেফতার করা হয়। এসময় তাদের তল্লাশি করে পিস্তল এর ম্যাগাজিন, বিস্ফোরক এবং হাত বোমা বানানোর সরঞ্জামাদি উদ্ধার করা হয়।

 

সেনা ক্যাম্প আরো জানায়, কালিগঞ্জে ইয়ার আলী এবং বাহার আলী নামের দুই দুর্ধর্ষ ডাকাত দীর্ঘদিন স্থানীয়দের অস্ত্রের মুখে জোরপূর্বক জিম্মি করে বড় অংকের চাঁদা আদায় করে আসছে।

আরো পড়ুন

সর্বশেষ