নিজস্ব প্রতিবেদক: যশোরে ছাত্রলীগ নেতা ইমরান ও সাবেক যুবলীগ নেতা ইকবা কে আটক করেছে যৌথ বাহিনী। এসময় তার কাছ থেকে ১১টি ককটেল উদ্ধার করা হয়।
আটক ইকবাল যশোর সদরের ইউনিয়নের যুবলীগের সাবেক সহসভাপতি। বুধবার বিকেলে নিজ এলাকা বসুন্দিয়া বাজার থেকে তাকে আটক করা হয়। এসময় বাড়ির পাশ থেকে ১১ টি ককটেল উদ্ধার করা হয়েছে। ইকবাল বসুন্দিয়া এলাকার বহর আলীর ছেলে।
কোতোয়ালি থানার এসআই আলমগীর হোসেন জানান,গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনীর নেতৃত্বে যৌথ বাহিনী বসুন্দিয়া বাজারের ইকবালের বাড়িতে অভিযান চালান। পরে বাড়ির পাশ থেকেই ওই ককটেল উদ্ধার করা হয়। এ বিষয়ে যশোর কোতোয়ালি থানায় মামলার প্রস্তুতি চলছে।
অপর দিকে মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে শহরের চাচড়া মোড় এলাকা থেকে তাকে আটক করা হয়। ডিবি পুলিশের এসআই সালাউদ্দিনের নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করে ডিবি কার্যালয়ে নেওয়া হয়। আটক ইমরান হোসেন যশোর সদর উপজেলার ইসমাইল কলোনী (তেতুলতলা) এলাকার গোলাম মোস্তাফার ছেলে।
যশোর জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) আবুল বাশার আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, নাশকতার একাধিক অভিযোগে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

