বৃহস্পতিবার, ২২শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ৮ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ৩রা শাবান, ১৪৪৭ হিজরি

শাহরুখ খানকে ‘আঙ্কেল’ বলে বিতর্কে তুর্কি অভিনেত্রী

আরো খবর

একাত্তর ডেস্ক:

বলিউডি নায়ক শাহরুখ খানকে নিয়ে মন্তব্য করে সমালোচিত হচ্ছেন তুর্কি অভিনেত্রী হান্দে এরচেল।

সৌদি আরবের রিয়াদে অনুষ্ঠিত এক অ্যাওয়ার্ড অনুষ্ঠান ঘিরে শাহরুখ খানকে ‘আঙ্কেল’ বলে এরচেলের সম্বোধন করা একটি স্ক্রিনশট ঘুরছে সামাজিক যোগাাযোগমাধ্যমে। যদিও অভিনেত্রী হান্দে সেই স্ক্রিনশটকে ভুয়া বলে দাবি করেছেন।

বলিউড হাঙ্গামা লিখেছে, ‘জয় অ্যাওয়ার্ডস ২০২৬’ এ যোগ দিয়েছিলেন বলিউড বাদশা শাহরুখ। তারকাবহুল এই অনুষ্ঠানে মঞ্চেও হাজির হন তিনি। অনুষ্ঠানের নানা ছবি ও ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে পড়ে।

একটি ভিডিওতে দেখা যায়, অনুষ্ঠানের দর্শকসারিতে বসে আছেন অভিনেত্রী হান্দে। সেখানে বসে মঞ্চে থাকা শাহরুখের ভিডিও করছিলেন তিনি। মঞ্চে শাহরুখ তখন আরেক মিশরীয় অভিনেত্রী আমিনা খালিলের সঙ্গে ‘জয় অ্যাওয়ার্ডসে’ জয়ীদের হাতে পুরস্কার তুলে দিচ্ছিলেন।

হান্দের ভিডিওটি ধারণ করার একটি ছোট অংশ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ওই ভিডিওর একটি স্ক্রিনশট নিয়ে ইন্সটাগ্রামে হান্দে লিখেছেন, “এই আঙ্কেল কে? আমি শুধু আমার বন্ধু আমিনা খালিলকে ভিডিও করছিলাম, আমি তার ভক্ত নই! দয়া করে ভুল তথ্য ছড়ানো বন্ধ করুন!!”

এরপর হান্দে আবার সেই পোস্টটি শেয়ার করে লিখেছেন, ‘সেটি ভুয়া’।

শাহরুখকে ‘আঙ্কেল’ বলায় চটেছেন তার ভক্ত অনুরাগীরা। তাদের ভাষ্য, শাহরুখের মত একজন অভিনেতাকে সম্বোধন করার বিষয়ে ‘সচেতন হওয়া উচিত’।

শাহরুখের শেষ তিনটি সিনেমা পাঠান, জওয়ান ও ডানকি মুক্তি পায় ২০২৩ সালে। বলা হয় কোভিড মহামারীর পর ডুবি ডুবি বলিউডকে ফের মাথা উঁচু করে দাঁড় করায় শাহরুখ ‘পাঠান’ সিনেমা দিয়ে। চব্বিশের পর থেকে এই নায়কের নতুন সিনেমা দেখার জন্য অপেক্ষা করছেন দর্শকরা।

তবে দুই বছর ধরেই কোনো না কোনো বিষয়ে আলোচনায় থেকেছেন তিনি। বর্তমানে তাকে নিয়ে আলোচনার মূল বিষয় ‘কিং’ সিনেমা। যে সিনেমার প্রস্তুতি চলছে ২০২৪ সাল থেকে। সেখানে শাহরুখ পর্দায় আসবেন তার কন্যা সুহানা খানকে সঙ্গে নিয়ে।

সূত্র: বিডিনিউজ

 

 

আরো পড়ুন

সর্বশেষ