কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি:
সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে ঝিনাইদহ কালীগঞ্জ উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মৌসুম উদ্দিন শোভনকে সাংগঠনিক পদ থেকে বহিষ্কার করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল।
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত অনুযায়ী এ বহিষ্কারাদেশ কার্যকর করা হয়। বৃহস্পতিবার সংগঠনের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির এ সিদ্ধান্ত অনুমোদন করেন।একই সঙ্গে জাতীয়তাবাদী ছাত্রদলের সকল স্তরের নেতাকর্মীদের বহিষ্কৃত নেতার সঙ্গে কোনো ধরনের সাংগঠনিক সম্পর্ক না রাখার জন্য কঠোর নির্দেশনা প্রদান করা হয়েছে।
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের দপ্তর সম্পাদক জাহাঙ্গীর আলম (সহ-সভাপতি পদমর্যাদা) স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করা হয়।
এ বিষয়ে জানতে কালীগঞ্জ উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মৌসুম উদ্দিন শোভনের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, আমি দীর্ঘদিন ধরে ছাত্রদলের রাজনীতির সঙ্গে যুক্ত। দলের দুঃসময়ে জীবনের ঝুঁকি নিয়ে হামলা-মামলার শিকার হয়ে কারাবরণও করতে হয়েছে। প্রতিটি সভা-সমাবেশে জাতীয়তাবাদী চেতনা বুকে ধারণ করে ছাত্রদলসহ বিএনপির সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের দায়িত্ব নিষ্ঠার সঙ্গে পালন করেছি।
সামাজিক যোগাযোগ মাধ্যমে জানতে পারছি আমাকে ছাত্রদল থেকে বহিষ্কার করা হয়েছে। কিন্তু কী কারণে আমাকে বহিষ্কার করা হলো, সে বিষয়ে আমাকে কিছুই জানানো হয়নি। বহিষ্কারের আগে কোনো নেতার ফোনকল, মৌখিক নির্দেশনা কিংবা কারণ দর্শানোর কোন নোটিশ পাইনি। এমনকি বহিষ্কারের লিখিত কপিও এখনও আমার হাতে পৌঁছায়নি।
এ বিষয়ে ঝিনাইদহ জেলা ছাত্রদলের সভাপতি সৌমেনুজ্জামান সৌমেন বলেন, ঝিনাইদহ-৪ আসনে বিএনপির মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থীর বিপক্ষে অবস্থান গ্রহণ, সামাজিক যোগাযোগ মাধ্যমে মনোনীত প্রার্থীকে ইঙ্গিতপূর্ণ ও কৃরুচিপূর্ণ পোস্ট প্রদানসহ সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতেই কালীগঞ্জ উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মৌসুম উদ্দিন শোভনকে সাংগঠনিক পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

