নিজস্ব প্রতিবেদক :
আসন্ন ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে লাঙ্গল প্রতীকের বিজয় নিশ্চিত করতে মণিরামপুর উপজেলার বিভিন্ন এলাকায় গণসংযোগ অব্যাহত রেখেছেন জাতীয় পার্টির মনোনীত সংসদ সদস্য প্রার্থী এম. এ. হালিম।
বৃহস্পতিবার বিকেলে তিনি মণিরামপুর উপজেলার কুলটিয়া ইউনিয়নের মশিয়াহাটি, কুলটিয়া মোড়, লখাইডাঙ্গাসহ বিভিন্ন হাট-বাজারে ব্যবসায়ী ও সাধারণ মানুষের সঙ্গে গণসংযোগ করেন। এ সময় তিনি হিন্দু ও মুসলমান সম্প্রদায়ের মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন এবং ভোট প্রার্থনা করেন।
একই দিনে তিনি নেহালপুর ইউনিয়নের নেহালপুর, কালীবাড়ী ও পাঁচাকড়ি এলাকায় এবং হরিদাসকাটি ইউনিয়নের নেবুগাতী, হরিদাসকাটি, ভুলবাড়ীয়া, পাঁচবাড়ীয়া, পাঁচকাটিয়া, হোগলাডাঙ্গা, শ্রীপুর ও সমসকাটিসহ বিভিন্ন স্থানে সাধারণ ভোটারদের সঙ্গে কুশল বিনিময় ও গণসংযোগ করেন।
গণসংযোগকালে তার সঙ্গে উপস্থিত ছিলেন তাঁর সহধর্মিণী লুৎফুন নাহার লোপা, উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হাবিবুর রহমান, মঈন উদ্দীন খান, সাবেক চেয়ারম্যান আজগর আলী, জাকির হোসেন বাবু, অলিয়ার রহমান, বজলুর রহমান, হাফিজুর রহমানসহ জাতীয় পার্টির বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।

