সোমবার, ১৯শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ৫ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ৩০শে রজব, ১৪৪৭ হিজরি

মণিরামপুরে আওয়ামীলীগের নেতৃবৃন্দের সাথে মতবিনিময়কালে-প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য

আরো খবর

বিএনপি-জামায়াতের হাতে দেশের সার্বভৌমত্ব নিরাপদ নয়

হারুন-অর-রশিদ সেলিম,মণিরামপুর প্রতিনিধি::

পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য এমপি বলেছেন, বিএনপি-জামায়াতের হাতে এদেশের সার্বভৌমত্ব নিরাপদ নয়। তাদের মত অগ্নিসন্ত্রাসী দলকে মানুষ আর ভোট দেবে না। এ কথা বুঝতে পেরেই এখন থেকেই নানা ষড়যন্ত্র ও নৈরাজ্য শুরু করেছে।
শুক্রবার সকালে ও বিকেলে মণিরামপুর উপজেলার শ্যামকুড় ইউনিয়নে ৪,৫,৬,৭,৮ ও ৯নং ওয়ার্ড আওয়ামী লীগ আয়োজিত নেতা-কর্মীদের সাথে মতবিনিময়কালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শাহিনুর রহমান শাহিনের সভাপতিত্বে প্রধান অতিথি আরো বলেন, জননেত্রী শেখ হাসিনা কথায় নয়; কাজে বিশ^াসী। নিজস্ব অর্থায়নে পদ্মাবহুমূখী সেতু নির্মাণ করে বিশ^কে দেখিয়ে দিয়েছেন তিনি দেশের উন্নয়নের জন্য কাজ করেন। তিনি বিএনপি-জামায়তের উদ্দেশ্যে বলেন, নৈরাজ্য সৃষ্টি এবং স্থিতিশীলতা নষ্ট করে বাংলাদেশের সার্বভৌমত্বকে নস্যাৎ করা যাবে না। তাদের সব ষড়যন্ত্র রুখে দিতে বঙ্গবন্ধুর সৈনিকদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
শ্যামকুড় যুবলীগের সাধারন সম্পাদক মহিদুল ইসলামের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি পৌর মেয়র কাজী মাহমুদুল হাসান। উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের নেতা অ্যাড. বশির আহম্মেদ খান, উপজেলা যুবলীগের আহবায়ক ও ভাইস চেয়ারম্যান উত্তম চক্রবর্তী বাচ্চু, স্থানীয় ইউপি চেয়ারম্যান প্রকৌশলী আলমগীর হোসেন, আওয়ামী লীগ নেতা অজিত ঘোষ, উপজেলা কৃষকলীগের সাধারন সম্পাদক নজরুল ইসলাম সরদার, যুবলীগের সাবেক সাধারন সম্পাদক স,ম আলা উদ্দীন, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক মনিরুজ্জামান মনি, যুবলীগ নেতা পৌর কাউন্সিলর আব্দুল কুদ্দুস, দিলীপ ব্যানার্জী, পৌর কাউন্সিলর আইয়ুব পাটোয়ারি, সুমন দাস প্রমূখ।

 

 

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ