শুক্রবার, ২৩শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ৯ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ৪ঠা শাবান, ১৪৪৭ হিজরি

আচরণবিধি লঙ্ঘন: মণিরামপুরে দুই প্রার্থীর এজেন্টকে ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা 

আরো খবর

  নিজস্ব প্রতিবেদক:
যশোরের মণিরামপুর উপজেলায় নির্বাচনী আচরণবিধি প্রতিপালন নিশ্চিত করতে দুইটি মোবাইল কোর্ট পরিচালনা করেছে প্রশাসন। বৃহস্পতিবার  বিকাল সাড়ে ৪টা থেকে এই অভিযান পরিচালিত হয়।
নির্বাচনী প্রচারণাকালে যান চলাচল ও জনজীবনে বিঘ্ন ঘটানোর অভিযোগে পৃথক দুই মামলায় মোট ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
মোবাইল কোর্ট পরিচালনাকালে স্বতন্ত্র প্রার্থী শহীদ মো. ইকবাল হোসেনের নির্বাচনী এজেন্ট মো. নিস্তার ফারুককে ১ লাখ ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন মণিরামপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মাহির দায়ান আমিন।
পরে মণিরামপুর পৌরসভা কার্যালয়ের সামনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী এডভোকেট গাজী এনামুল হকের প্রতিনিধি আহসান হাবীব লিটনকে ৮০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আশীষ কুমার দাস।
প্রশাসন সূত্রে জানানো হয়েছে, নির্বাচনী আচরণবিধি কঠোরভাবে বাস্তবায়নের লক্ষ্যে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং আইন লঙ্ঘনের ক্ষেত্রে কাউকেই ছাড় দেওয়া হবে না।

আরো পড়ুন

সর্বশেষ