শুক্রবার, ২৩শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ৯ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ৪ঠা শাবান, ১৪৪৭ হিজরি

গল্প-কৌতুক ও অনুপ্রেরণার কথামালায় মুগ্ধতা ছড়ালো বিটিএইচ অ্যাওয়ার্ড

আরো খবর

প্রেস বিজ্ঞপ্তি:
গল্প-কথনের অপূর্ব ভঙ্গি মঞ্চে চোখ আটকে রাখছিল যেন সবার। কথকের সাবলীল উচ্চারণেও শ্রুতি-মুগ্ধ হচ্ছিলো শ্রোতারা। হৃদয়স্পর্শী সব শব্দ-বাক্যের যাদুর মায়ায় ভরা- মুক্তিযুদ্ধকালীন একটি গল্প ঘিরে মাঘের পড়ন্ত বিকেলে সবাই ডুবে গিয়েছিল এক পিনপতন নীরবতায়। এরপর গল্পের একদম শেষভাগে এসে- দু’হাতে রাইফেলে ভর দিয়ে- শত্রুর মর্টারের গোলার আঘাতে আহত রক্তেরঞ্জিত দেহখানা, গাছে হেলান দিয়ে- বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের দু’চোখ ভরে শরতের আকাশ দেখার বর্ণনায়- অশ্রুসিক্ত হয়ে ওঠেন সবাই।

 

বৃহস্পতিবার ‘বিটিএইচ অ্যাওয়ার্ড ২০২৫’- অনুষ্ঠানে মুক্তিযুদ্ধভিত্তিক ওই গল্পটি শোনায়, নবকিশলয় স্কুলের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী আয়েশা সিদ্দিকা। এদিন বিকেলে শহরের লালদিঘির পাড়ে ব্রাদার টিটোস হোম আঙিনায় অনুষ্ঠানটির আয়োজন করা হয়। এই আয়োজনে আয়েশা সিদ্দিকার মতো নতুন কুঁড়ির আরেক শিল্পী, যশোর শিক্ষা বোর্ড মডেল স্কুল অ্যান্ড কলেজের তৃতীয় শ্রেণির ছাত্র সাবিক সাদাত কৌতুক শুনিয়ে সবাইকে হাসি-আনন্দে মাতিয়ে তোলে।

 

শিক্ষা, সংস্কৃতি, ক্রীড়া, সমাজসহ বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখায় এ বছর চারজনকে বিটিএইচ অ্যাওয়ার্ড ২০২৫- এ ভূষিত করা করা হয়েছে। বিটিএইচ কালচার, লিডারশিপ ও পারফর্মেন্স- এই তিন ক্যাটাগরিতে তাদের অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে।

 

এবার বিটিএইচ পারফরমেন্স আওয়ার্ড পেয়েছে, যশোর শিক্ষা বোর্ড মডেল স্কুল অ্যান্ড কলেজের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী সাবিক সাদাত ও যশোর নবকিশলয় স্কুলের দ্বিতীয় শ্রেণির আয়েশা সিদ্দিকা। বিটিএইচ কালচার আওয়ার্ড পেয়েছেন তানি’স কিচেনের স্বত্বাধিকারী তানিয়া আফরোজ। এ ছাড়া বিটিএইচ লিডারশিপ আওয়ার্ড পেয়েছেন রিপন অটোস’র ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা আয়াজ উদ্দীন রিপন।

 

অনুষ্ঠানে শেষ পর্যায়ে প্রধান অতিথি যশোর বারের জ্যেষ্ঠ আইনজীবী অ্যাডভোকেট কাজী মুনিরুল হুদা অ্যাওয়ার্ড প্রাপ্তদের উত্তরীয় পড়িয়ে দিয়ে তাদের হাতে পুরস্কার তুলে। এর আগে অ্যাওয়ার্ড প্রাপ্তরা তাদের অনুভূতি ব্যক্ত করেন। অনুষ্ঠান সঞ্চালনা করে ব্রাদার টিটোস হোমের অধ্যক্ষ আলী আযম টিটো।

আরো পড়ুন

সর্বশেষ