শুক্রবার, ২৩শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ৯ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ৪ঠা শাবান, ১৪৪৭ হিজরি

নির্বাচনী প্রচারণার প্রথম দিনেই সহিংসতা, আহত ২৫ 

আরো খবর

একাত্তর ডেস্ক:ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে প্রচারের প্রথম দিনেই দেশের বিভিন্ন আসনে সহিংসতার ঘটনা ঘটেছে। এতে অন্তত ২৫ জন আহত হয়েছেন। অন্তত দুটি আসনে বিএনপি ও জামায়াতের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ এবং একাধিক জায়গায় জামায়াতের নারী কর্মীদের হেনস্তার অভিযোগ পাওয়া গেছে। এ ছাড়া বিভিন্ন আসনে বিএনপির দুই পক্ষ এবং বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষের তথ্য জানিয়েছেন সমকাল প্রতিনিধিরা।

বিএনপি-জামায়াত সংঘর্ষে আহত ৭
লক্ষ্মীপুরের ভবানীগঞ্জ এলাকায় পোস্টার লাগানোকে কেন্দ্র করে বিএনপি ও জামায়াতের কর্মীদের মধ্যে সংঘর্ষে অন্তত সাতজন আহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার সকাল ৮টার দিকে লক্ষ্মীপুর-৩ আসনের ভবানীগঞ্জের চরভূতা ও চরমনশা এলাকার মধ্যবর্তী রিফিউজি মার্কেটের সামনে এ সংঘর্ষ ঘটে।

আহতরা হলেন–বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মো. শাহাজান, ভবানীগঞ্জ ৬ নম্বর ওয়ার্ড জামায়াতের কর্মী ফিরোজ আলম, ছাত্রশিবিরের ওয়ার্ড সেক্রেটারি ইয়াসিন আরাফাত তাহসিন, অর্থসম্পাদক মো. সোহাগ হোসেন এবং স্থানীয় জামায়াতের কর্মী মো. ফিরোজ, সোহাগ ও তাহসিন।

জামায়াতের কর্মী ফিরোজ আলম বলেন, আমরা সকালে রিফিউজি মার্কেট এলাকায় ড. রেজাউল করিমের ফেস্টুন লাগানোর সময় স্থানীয় বিএনপির কর্মী কাশেম মাঝি বাধা দেন। এক পর্যায়ে আমরা সেখান থেকে সরে গিয়ে বাজারের অপর পাশে ফেস্টুন লাগানোর সময় কিছুক্ষণ পর বিএনপি কর্মী শাহাজান লাঠিসোটা নিয়ে এসে তাদের ওপর হামলা করেন।
জেলা যুবদলের সভাপতি আব্দুল আলী হুমায়ুন বলেন, শাহজাহান মানসিকভাবে ভারসাম্যহীন। ছোট্ট ঘটনাকে কেন্দ্র করে জামায়াতের লোকজন তাঁকে মেরে রক্তাক্ত করে।

বিএনপির দুই পক্ষের সংঘর্ষে আহত ৩
মুন্সীগঞ্জ-২ আসনের টঙ্গীবাড়ি উপজেলার দীঘিরপাড় বাজারে দলীয় প্রার্থীর নির্বাচনী প্রচারের সময় বিএনপির দুই পক্ষের সংঘর্ষে তিনজন আহত হয়েছেন। গতকাল বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটে। আহতরা হলেন– নজরুল মোল্লা, নাসির মোল্লা ও গিয়াসউদ্দিন খলিফা। তারা সবাই বিএনপি কর্মী।

নারী কর্মীদের ওপর হামলার অভিযোগ
নাটোর সদর উপজেলার ছাতনি বটতলা মোড়ে জামায়াতের প্রার্থীর নির্বাচনী গণসংযোগ চলাকালে দলের নারী কর্মীদের ওপর বিএনপির কর্মীরা হামলা করেছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন করেছে উভয় পক্ষ।

গতকাল বিকেল ৪টার দিকে শহরের মাদ্রাসা মোড়ে দলের নির্বাচনী কার্যালয়ে লিখিত বক্তব্যে পাঠ করেন নাটোর-২ আসনে জামায়াতের নির্বাচন পরিচালনা কমিটির পরিচালক আতিকুল ইসলাম রাসেল। লিখিত বক্তব্যে রাসেল দাবি করেন, বৃহস্পতিবার বেলা ১১টার দিকে সদর উপজেলার ছাতনি ইউনিয়নে ছাতনি সেন্টার মোড়ে জামায়াতের নারী কর্মীরা গণসংযোগ করছিলেন। এ সময় বিএনপি স্থানীয় নেতা মুসা, শহিদুল, জমির, জাহিদুল, রুবেল, আকবর তাদের পথ রোধ করে শারীরিকভাবে লাঞ্ছিত করে এবং হুমকি দেয়।

একই দিন সন্ধ্যা সাড়ে ৬টায় আলাইপুরে দলের অস্থায়ী কার্যালয়ে সংবাদ সম্মেলন করে জেলা বিএনপি। এ সময় জামায়াতের অভিযোগকে ভিত্তিহীন বলে দাবি করেন দলের আহ্বায়ক
রহিম নেওয়াজ। তিনি বলেন, সেখানে কোনো বিএনপি কর্মী বা নেতা ছিলেন না। জামায়াতের অভিযোগ মিথ্যা।

জামায়াত-বিএনপি সংঘর্ষ, ভাঙচুর
সিরাজগঞ্জ-৪ (উল্লাপাড়া) আসনে নির্বাচনী প্রচারকে কেন্দ্র করে উপজেলার বড়হর ইউনিয়নের তেঁতুলিয়া গ্রামে জামায়াত ও বিএনপি সমর্থকদের মধ্যে দুই দফা সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় জামায়াতের কয়েকজন নারী কর্মীকে বিএনপি কর্মীরা হেনস্তা করে বলে অভিযোগ পাওয়া গেছে। গতকাল বিকেল সাড়ে ৫টায় এ ঘটনা ঘটে।

পুলিশ জানিয়েছে, এ ঘটনায় কেউ হতাহত হয়নি। সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত থানায় কোনো পক্ষই লিখিত অভিযোগ দেয়নি।

উপজেলা জামায়াতের আমির অধ্যাপক শাহজাহান আলী অভিযোগ করে বলেন, নির্বাচনী আচরণবিধি মেনে নারী নেত্রী ও কর্মীরা ভোট চাইতে গেলে তাদের হেনস্তা করার পর আটকে রাখা হয়। পরে জামায়াতের নেতাকর্মীরা তাদের উদ্ধারে গেলে বিএনপির পক্ষ থেকে হামলা চালানো হয়। দুটি যানবাহন ভাঙচুর করা হয়।

এ আসনে বিএনপির প্রার্থী এম আকবর আলী বলেন, ‘স্থানীয়দের অভিযোগ বহিরাগত লোকজন এনে জামায়াতের প্রার্থীর পক্ষে প্রচারণা চালানো হচ্ছিল। গতকাল বড়হরের তেঁতুলিয়া গ্রামে জামায়াতের প্রার্থীর পক্ষে প্রচারে আসা নারী কর্মীদের পরিচয় জানতে চাইলে স্থানীয়দের সঙ্গে তাদের তর্কাতর্কির এক পর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে বলে তিনি শুনেছেন।’

বিএনপি ও স্বতন্ত্র সমর্থকদের সংঘর্ষে আহত ১২
কুমিল্লা-২ (হোমনা-তিতাস) আসনে বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ১২ জন আহত হয়েছেন। গতকাল বিকেলে হোমনা-বাঞ্ছারামপুর ওভারব্রিজের নিচে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

হোমনা থানার ওসি মোরশেদুল আলম চৌধুরী সমকালকে বলেন, ঘটনাস্থলে পুলিশ ও সেনাবাহিনীর যৌথ অভিযানের পর বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। এ ঘটনায় এখন পর্যন্ত পাঁচজনকে আটক করা হয়েছে।

জামায়াত প্রার্থীর ব্যানার-ফেস্টুন পুড়িয়ে বিনষ্ট
চাঁপাইনবাবগঞ্জ-৩ (সদর) আসনে জামায়াত মনোনীত প্রার্থীর ব্যানার-ফেস্টুন ছিঁড়ে ও পুড়িয়ে বিনষ্ট করার অভিযোগ উঠেছে। বুধবার গভীর রাতে সদর উপজেলার বালিয়াডাঙ্গা ইউনিয়নে ও চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার ৯ নম্বর ওয়ার্ডের বিভিন্ন এলাকায় এসব ঘটনা ঘটে।

প্রতিপক্ষের কর্মী-সমর্থকরা এ ঘটনা ঘটিয়েছে বলে দাবি করে এ আসনে জামায়াতের প্রার্থী নুরুল ইসলাম বুলবুল বলেন, এ বিষয়ে রিটার্নিং কর্মকর্তার কাছে আনুষ্ঠানিকভাবে অভিযোগ করা হবে।

প্রার্থীর গাড়িতে পাথর নিক্ষেপ
চট্টগ্রাম-৯ (কোতোয়ালি-বাকলিয়া) আসনে ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের প্রার্থী মুহাম্মদ ওয়াহেদ মুরাদের গাড়িতে পাথর নিক্ষেপের অভিযোগ উঠেছে। গতকাল দুপুরে নগরের কোতোয়ালি থানাধীন সিরাজদ্দৌলা রোড এলাকায় এ ঘটনা ঘটে। এ বিষয়ে রিটার্নিং কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী প্রার্থীর নির্বাচন পরিচালনা কমিটির সচিব মোহাম্মদ আনিসুর রহমান।

প্রতিপক্ষের হামলায় তিনজন আহত
ঝিনাইদহের কালীগঞ্জে স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনী সভায় আসার পথে প্রতিপক্ষের হামলায় তিনজন আহত হয়েছেন। গতকাল দুপুর আড়াইটার দিকে উপজেলার রামচন্দ্রপুর ও উল্ল্যা গ্রামে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন– উল্ল্যা গ্রামের আনোয়ার হোসেন কালু বিশ্বাস, সদর উপজেলার সমসপুর গ্রামের শহিদুল ইসলাম ও ধনঞ্জয়পুর গ্রামের মো. আবু মিয়া।

আহত শহীদুল ও আবু মিয়ার ভাষ্য, তারা স্বতন্ত্র প্রার্থী ফিরোজের কর্মী। তাদের ওপর হামলায় বিএনপির প্রার্থী রাশেদ খানের কর্মীরা জড়িত।
অভিযোগ অস্বীকার করে ঝিনাইদহ-৪ আসনের বিএনপির প্রার্থী রাশেদ খান বলেন, ‘আমি এলাকায় নতুন। কে যে কার কর্মী সেটা এখনও বুঝে উঠতে পারিনি। আমার কোনো কর্মীই এ ধরনের ঘটনায় জড়িত নয়।’

সূত্র: সমকাল

আরো পড়ুন

সর্বশেষ