সোমবার, ১৯শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ৫ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ৩০শে রজব, ১৪৪৭ হিজরি

২৭ মাস বন্ধ থাকার পর ভারতের সাথে আন্তঃদেশীয় বাস সার্ভিস চালু

আরো খবর

বেনাপোল প্রতিনিধি-

করোনার কারণে প্রায় ২৭ মাস বন্ধ থাকার পর শুক্রবার বাংলাদেশ ও ভারতের আন্তঃদেশীয় বাস সার্ভিস চালু হয়েছে। এদিন সকাল সাড়ে ৭টায় বিআরটিসির রাজধানীর কমলাপুর ডিপো থেকে কলকাতার উদ্দেশে প্রথম বাসটি ছেড়ে যায়

প্রথমে চলবে ঢাকা-কলকতা, ঢাকা-শিলিগুড়ি, কলকতা-ঢাকা-আগরতলা এবং ঢাকা-খুলনা-কলকাতা রুটের গাড়িগুলো। তবে এখনই চলাচল শুরু করছে না ঢাকা-সিলেট-শিলং-গৌহাটি রুটের বাস।

বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশনের (বিআরটিসি) চেয়ারম্যান তাজুল ইসলাম জানান, চারটি রুটে বাস চলাচল শুরু হয়েছে। শুক্রবার সকাল সাড়ে ৭টায় বিআরটিসির রাজধানীর কমলাপুর ডিপো থেকে কলকাতার উদ্দেশে প্রথম বাসটি ছেড়ে যায়। ঢাকা-সিলেট-শিলং-গৌহাটি রুটের বাসের বিষয়ে পরে সিদ্ধান্ত হবে।

উল্লেখ্য, ভারত-বাংলাদেশে করোনার প্রাদুর্ভাব বেড়ে গেলে ২০২০ সালের মার্চে বন্ধ হয় দুই দেশের আন্তঃদেশীয় বাস যোগাযোগ। তবে ২০২২ সালের মার্চে এ সেবা ফের চালুর পরিকল্পনা থাকলেও ভিসা জটিলতায় তা বাস্তবায়ন করা যায়নি। এসব রুটে বিআরটিসির তত্ত্বাবধানে বাস চালায় বাংলাদেশের বেসরকারি প্রতিষ্ঠান শ্যামলী পরিবহন।

 

 

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ