সাতক্ষীরা:
সাতক্ষীরায় বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। জেলা শনিবার সকালে শহরের কামালনগর তুফান কনভেনশন সেন্টারে জাতীয়তাবাদী কৃষক দলের কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি আ না ম খলিলুর রহমান ওরফে ভিপি ইব্রাহিম।
সভা উদ্বোধন করেন, জেলা বিএনপির আহবায়ক অ্যাড. সৈয়দ ইফতেখার আলী। জেলা কৃষক দলের আহবায়ক আহসানুল কাদির স্বপনের সভাপতিত্বে প্রধান বক্তা ছিলেন, কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আনোয়ারুল ইসলাম বাদশা।
অন্যানের মধ্যে বক্তব্য রাখেন, কৃষক দল কেন্দ্রীয় কমিটির সহ-সমবায় সম্পাদক কৃষিবিদ সিরাজুন্নবী মামুন, জেলা বিএনপির সদস্য সচিব চেয়ারম্যান আব্দুল আলিম, যুগ্ন আহবায়ক হাবিবুর রহমান হাবিব, কৃষক দল কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক অ্যাড. আব্দুস সালাম খান, ত্রান ও পুর্নবাসন সম্পাদক সেলিম চৌধুরী, ক্ষুদ্র ও কুটির শিল্প সম্পাদক আব্দুল্লাহ আল নাইম, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মোল্যা কবির হোসেন, ধর্মবিষয়ক সম্পাদক কাদের সিদ্দিকী, সহ-বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মহিউদ্দীন খান শ্যামল, সহ-যোগাযোগ বিষয়ক সম্পাদক গাজী আমিনুর রহমান মিনু, সহ-জলবায়ু সম্পাদক অ্যাড. মাহমুদুল আলম শাহিন, সদস্য কামরুজ্জামান বকুল, আবু তায়েব রমিজ উদ্দীন রুমি, জেলা কৃষক দলের সভাপতি আব্দুস সামাদ প্রমুখ।
