সোমবার, ১৯শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ৫ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ৩০শে রজব, ১৪৪৭ হিজরি

আর মাত্র ১২দিনপর চালু হচ্ছেপদ্মা সেতু বেনাপোলে পাল্টে যাবে কৃষি ও বন্দরের চিত্র-বাড়বে আমদানি রফতানিও কর্মসংস্থান-কৃষিতে ঘটবে বিপ্লব

আরো খবর

বেনাপোল প্রতিনিধি:-
আর মাত্র ১২দিন পর চালু হচ্ছে স্বপ্নেরœ পদ্মা সেতু। আশায় বুক বাধছেন শার্শা ও বেনাপোলের কৃষক ও আমদানি রফতানি সাথে সংশ্লিষ্টরা। সেতু চালু হলে কমবে সময় বাচবে অর্থ-কৃষক ও ব্যাবসায়িরা হবেন লাভবান। পাল্টে যাবেবেনাপোল স্থলবন্দরের চিত্র। কৃষি পন্য বিপননে সৃষ্টি নব দ্বিগন্তের আশায় বুব বেধে আসেন চাষী ও ব্যাবসায়িরা
উপজেলা কৃষি কর্মকর্তা প্রতাপ কুমার মন্ডল বলেন-অবহেলিত ছিল এলাকার কৃষকেরা। পরিবহন খরচ বেশী থাকায় এলাকার চাষীরা উৎপাদিত ফসল কমদামে বিক্রি করতে আড়ৎ ব্যাবসায়ি ও ফঢ়িয়াদের কাছে ফলে দামপেত কম। ব্রীজটি চালু হলে কৃষকরা সরাসরি সবজি নিতে পারবে ঢাকায় ফলে দাম পাবে ভাল। বাড়বে সবজি চাষ। লাভবান হবেন তারা। কৃষকেরা বলে সবজির দাম ভাল পেলে চাষে বাড়বে আগ্রহ। উপকৃত হবে পরিবার লাভবান হবেন তারা। অর্থনীতিতে যোগ হবে নতুন মাত্রা।
পদ্মা সেতু চালুর পরই দেশেরদক্ষিন পশ্চিমাঞ্চচলের ২১টি জেলার সাথে যোগ হবে নতুন যোগসুত্র। ভারত-বাংলাদেশের মধ্যে বাড়বে আমদানি রফতানি।সৃষ্টি হবে কর্মসংস্থান-কমবে ভাড়া বাঁচবে সময়ও অর্থ। কোটি কোটি মানুষের উন্নয়ন অগ্রযাত্রাও আতœমর্যাদার সেতুৃটি বানিজ্য,সফলতা আসবে ইন্ড্রাস্ট্রিতে।বন্ধু প্রতিম রাষ্ট্র ভারতের কলিকাতার সাথে কমবে দুরত্ব প্রসার ঘটনে বানিজ্য ও ভ্রমন। কমবে পরিবহন ভাড়া উপকৃত হবে যাত্রী-বাঁচবে সময় ও অর্থ আশায় বুক বাধছেন বন্দর ব্যাবহারকারী ও পরিবহন সংশ্লিষ্টরা।
স্থলবন্দর বেনাপোলউপ পরিচালক আব্দুল জলিল বলেন-মানুষের দীর্ঘদিনের লালিত স্বপেরœ নাম পদ্মা সেতু।যোগাযোগ ব্যাবসা ভ্রমন ও আতœসামাজিক উন্নয়নে মাইল ফলক হবেসেতটিু।বাড়বে আমদানি রফতানিও শিল্পায়ন-শাশ্রয় হবে সময়,পন্য পরিবহনে বাচবে সময় ও অর্থ। কমবে পন্যও যানজট। সম্প্রসারিত হবে বানিজ্য।

 

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ