জি.এম.বাবু. রাজগঞ্জ (যশোর) অফিস ॥ সর্বশেষ ২০০৩ সালে কোমলপুর মাধ্যমিক বিদ্যালয়ের হল রুমে সম্মেলনের মাধ্যমে যশোরের মনিরামপুর উপজেলার ঝাঁপা ইউনিয়ন আওয়ামীলীগের কমিটি গঠন হয়। ওই কমিটির মেয়াদ শেষ হয় ২০০৬ সালে। কমিটির মেয়াদ শেষ হওয়ার ৩বছর পর অর্থাৎ ২০০৯সালে গঠন করা হয় আরেকটি কমিটি। তারপর থেকে ঝাঁপা ইউনিয়ন আওয়ামীলীগের এ কমিটির মেয়াদ শেষ হলেও সম্মেলনের মাধ্যমে পূর্ণাঙ্গ কমিটি গঠন করা সম্ভব হয়নি। বৃহত্তর এ দলটি চলছে সেই পুরাতন কমিটি দিয়েই। তবে শীঘ্রই এ ইউনিয়নের সম্মেলনের মাধ্যমে পূর্ণাঙ্গ কমিটি গঠন হতে যাচ্ছে বলে দলের একাধিক সূত্র জানিয়েছে।
দীর্ঘ প্রায় ২০বছর পর অতি দ্রুত সময়ের মধ্যে অনুষ্ঠিত হতে যাচ্ছে ৯নং ঝাঁপা ইউনিয়ন আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলন। দুই দশক পর অনুষ্ঠিত এ সম্মেলনকে ঘিরে ৯টি ওয়ার্ডের তৃণমূল নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা বিরাজ করছে। সম্মেলনের মাধ্যমে কে হবেন ঝাঁপা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও সাধারন সম্পাদক সে বিষয়ে রয়েছে ব্যাপক জল্পনা কল্পনাও। ২০২১ সালে ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মাস্টার খোরশেদ আলমের মৃত্যুর পর বর্তমানে ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব পালন করছেন ঝাঁপা গ্রামের মাস্টার আকবার আলী।
ফলে সভাপতি পদে বর্তমান সাধারন সম্পাদক বীরমুক্তিযোদ্ধা এস.এম কওছার আহম্মেদ, বর্তমান ভারপ্রাপ্ত সভাপতি মাস্টার আকবার আলী ও আওয়ামীলীগের দূর্দিনের কান্ডারী রাজপথের লড়াকু সৈনিক রাজগঞ্জ বাজার কমিটির সাবেক সভাপতি সরদার আলাউদ্দিনের নাম আলোচিত হচ্ছে বেশি। অপরদিকে সাধারন সম্পাদক পদে ইতিমধ্যে এক ডজনেরও বেশি নেতার নাম শোনা যাচ্ছে। এদের মধ্যে রয়েছেন, রাজগঞ্জ বাজার উন্নয়ন কমিটির সাধারন সম্পাদক ও রাজগঞ্জ ডিগ্রী কলেজের অধ্যক্ষ আব্দুল লতিফ, ঝাঁপা ইউপির বার-বার নির্বাচিত চেয়ারম্যান শামছুল হক মন্টু, মরহুম এস.এম,লুৎফর রহমানের ছোট ভাই এস.এম রবিউল ইসলাম, ঝাঁপা গ্রামের সিরাজুল ইসলাম, বিশিষ্ট ব্যবসায়ী মশিউল আলম ও আব্দুল হক তুহিন প্রমূখ। উক্ত সম্মেলন উদ্বোধন করবেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও পৌর মেয়র আলহাজ্ব অধ্যক্ষ কাজী মাহমুদুল হাসান বলে সূত্র জানায়।
দলীয় সূত্রে জানা যায়, ঝাঁপা ইউনিয়ন আওয়ামীলীগের সর্বশেষ সম্মেলন ২০০৩ সালের জুন মাসে অনুষ্ঠত হয়। সেই সম্মেলনে মরহুম মাস্টার খোরশেদ আলমকে সভাপতি ও বীরমুক্তিযোদ্ধা এস,এম কওছার আহম্মেদকে সাধারন সম্পাদক করা হয়। সেই এক কমিটিই পার করলো দুই দশক। ঝাঁপা ইউপির সাবেক চেয়ারম্যান ও কৃষকলীগের ইউনিয়ন সভাপতি গোলাম রসুল চন্টা বলেন, দীর্ঘ দুই দশক পর ঝাঁপা ইউনিয়ন আওয়ামীলীগের পূর্ণাঙ্গ কমিটি হতে যাচ্ছে। এতে তৃণমূল নেতাকর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ উদ্দিপনা বিরাজ করছে। কথা হয় বর্তমান সাধারন সম্পাদক বীরমুক্তিযোদ্ধা এস,এম কওছার আহম্মেদের সাথে তিনি জানান, দ্রুত সময়ের মধ্যে উপজেলা আওয়ামীলীগের সম্মেলনের মাধ্যমে পূর্ণাঙ্গ কমিটি গঠন হওয়ার কথা রয়েছে। উপজেলা আওয়ামীলীগের কমিটির গঠন হওয়ার পরপরই ঝাঁপা ইউনিয়ন আওয়ামীলীগের পূণাঙ্গ কমিটি গঠন করা হবে।
আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সভাপতি পদে আলোচনার শীর্ষে সরদার আলাউদ্দিন। একজন সক্রিয় নেতা হিসেবে যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে রাজপথে আন্দোলন সংগ্রাম করেছেন। দুঃসময়ে একজন ত্যাগী নেতা ও প্রবীন রাজনৈতিক নেতা হিসেবে সরদার আলাউদ্দিকে ঝাঁপা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি হিসেবে দেখতে চান গোটা ঝাঁপা ইউনিয়নবাসী বলে জানিয়েছেন তৃণমূল নেতাকর্মীরা।
সাধারন সম্পাদক প্রার্থী রাজগঞ্জ বাজার উন্নয়ন কমিটির সাধারন সম্পাদক ও রাজগঞ্জ ডিগ্রী কলেজের অধ্যক্ষ আব্দুল লতিফ জানান, জাতির পিতার স্বপ্নকে বাস্তবায়ন করতে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার অক্লান্ত পরিশ্রম ও ত্যাগ দিয়ে বাংলাদেশকে বৈপ্লাবিক পরিবর্তন এনেছেন। দেশকে ডিজিটাল বাংলাদেশে রুপ দিয়েছে। এই উন্নয়নের অগ্রযাত্রা ও ধারাবাহিকতাকে সামনে এগিয়ে নিতে এবং সাংগঠনকে সঠিক রাজনৈতিক চর্চাসহ তৃণমূলের নেতাকর্মীদের মধ্যে প্রাণচাঞ্চল্য ফিরিয়ে আনতে এবারের ইউনিয়ন আওয়ামীলীগের সম্মেলনে জেলা ও উপজেলা আওয়ামীলীগের শীর্ষ নেতৃবৃন্দসহ তৃণমূল নেতাকর্মীরা সাধারন সম্পাদক হিসেবে তাকেই মনোনীত করবেন বলে তিনি আশা করেন।
