ফেসবুকে আপত্তিকর ও অন্তরঙ্গ মুহূর্তের কিছু ছবি ভাইরাল হওয়ায় শিবচরে স্কুলছাত্রী লিপি আক্তার (১৭) বিষপানে আত্মহত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। গতকাল দুপুরে লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করে ময়নাতদন্তের জন্য মাদারীপুর মর্গে পাঠানো হয়েছে। এলাকাবাসী ও পারিবারিক সূত্র জানান, শিবচর উপজেলার কাদিরপুর গ্রামের যুবক রনি বেপারীর সঙ্গে পাঁচ্চর ইউনিয়নের বালাকান্দি গ্রামের দুবাইপ্রবাসীর মেয়ে লিপি আক্তারের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। ছেলেপক্ষের বিয়ের প্রস্তাব মেয়েপক্ষ প্রত্যাখ্যান করে। তার পর থেকেই বখাটে রনি বেপারী ফেসবুকের ‘নিঝুম রাতের নীল পরি’ আইডিতে মেয়েটির কিছু অন্তরঙ্গ মুহূর্তের ছবি আপলোড করে। এর কিছু ছবি ভাইরাল হয়। ওই ক্ষোভে শুক্রবার সন্ধ্যায় বিষপান করে লিপি। গুরুতর অসুস্থ অবস্থায় প্রথমে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে, সেখান থেকে ফরিদপুর এবং পরে ঢাকা নেওয়ার পথে গতকাল সকালে সে মারা যায়। লিপি আক্তার পাঁচ্চর বালিকা উচ্চবিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী। এলাকার একটি নির্ভরযোগ্য সূত্র জানান, ‘নিঝুম রাতের নীল পরি’ নামক ওই ফেক আইডিটি রনি বেপারী নামে যে যুবক পরিচালনা করত সে মেয়েটির বড় বোনজামাইয়ের ছোট ভাই। নিহতের চাচা ইউসুফ রাজি বলেন, ‘আমার ভাতিজির ছবি ফেসবুকে ভাইরাল হওয়ায় সে বিষাক্ত পদার্থ পান করে মারা যায়।’ নিহতের মা হিরণ বেগম বলেন, ‘আমার মেয়েকে এর আগে রনির পরিবার বিয়ের প্রস্তাব দেয়। আমার এক ভাগ্নিকে ওরই চাচাতো ভাইয়ের সঙ্গে বিয়ে দেওয়ায় সেখানে আত্মীয় করতে চাইনি। এ কারণে সে ক্ষিপ্ত হয়ে আমার মেয়ের ছবি ফেসবুকে ছেড়ে দেয় এবং আরও ভিডিও ফেসবুকে ছাড়ার হুমকি দেয়।’ শিবচর থানার উপ-পরিদর্শক মো. রহমত আলী বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে আসি। দুবাইপ্রবাসী দুলাল ফরাজির মেয়ে লিপি আক্তার শুক্রবার সন্ধায় বিষাক্ত দ্রব্য পান করে।’ শিবচর থানার অফিসার ইনচার্জ মো. মিরাজ হোসেন জানান, এ ব্যাপারে একটি অপমৃত্যু মামলা হয়েছে। ঘটনার পর থেকে রনি বেপারীর পরিবার লাপাত্তা।—
অন্তরঙ্গ ছবি ভাইরাল স্কুলছাত্রীর আত্মহত্যা
Previous article
Next article
