কেশবপুরের ভালুকঘরে ৮ দলীয় ব্যাডমিন্টন টুর্নামেন্ট অনুষ্ঠিত
লিওয়াজা আক্তার
” ক্রীড়াই শক্তি, ক্রীড়াই বল ” এই শ্লোাগানে হয়ে গেলো ৮ দলীয় ব্যাডমিন্টন টুর্নামেন্ট অনুষ্ঠান ২০২১ । শনিবার কেশবপুর উপজেলার ভালুকঘর আজিজিয়া সিনিয়র ফাজিল মাদ্রাস মাঠে এ টুর্নামেন্টের আয়োজন করে মানব কল্যাণ সোসাইটি। টুর্নামেন্ট উদ্বোধন করেন কেশবপুর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সাগরদাড়ী ইউনিয়ন আওয়ামী লীগের চেয়ারম্যান কাজী মোস্তাফিজুর রহমান মুক্ত। বাংলাদেশ টেলিভিশনের জেলা প্রতিনিধি ওহাবুজ্জামান ঝন্টুর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লেখিকা এবং কবি লিওয়াজা আক্তার । অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, ভালুকঘর ক্যাম্প ইনচার্জ এস আই সিরাজুল ইসলাম,সাতবাড়িয়া ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহবায়ক শামীম রেজা,জয়যাত্রা টেলিভিশনের জেলা প্রতিনিধি আব্দুল্যাহ আল মাহফুজ, ভালুকঘর মানব কল্যাণ সোসাইটির সভাপতি আব্দুস সাত্তার, মাহামুদ আল হাসান তুহিন গাজী মোর্তজা হাসান, আনোয়ার হোসেন রানা, আল তাহাসিন লিওন, রাশেদ খান মিমেল। খেলায় খুলনা,যশোর ও সাতক্ষীরা থেকে ৮ টি দল অংশ গ্রহণ করে। মাঠের চারপাশ ছিল লোকে লোকারণ্য। গ্রামের এ আনন্দ বিনোদন ছিল খেলা প্রিয় গ্রাম বাসীর কাছে অমৃত । খেলার প্রথম পুরস্কার ছিল ৯ হাজার টাকা, ২য় পুরস্কার ছিল ৬ হাজার টাকা ।
