বুধবার, ২১শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ৭ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২রা শাবান, ১৪৪৭ হিজরি

কেশবপুরে ১৪৪ ধারা উপেক্ষা করে জেলা পরিষদের জমিতে ঘর নির্মাণ

আরো খবর

 

 

 

নিজস্ব প্রতিবেদক: কেশবপুরের আলতাপোলে ১৪৪ ধারা অমান্য করে জেলা পরিষদের মালিকানাধীন ৫০ লাখ টাকার জমি জবর দখল করে দোকান ঘর নির্মাণ করার অভিযোগ উঠেছে। সোমবার রাতে ১৪/১৫ জন রাজ মিন্ত্রী নিয়ে স্থানীয় এলাকার প্রভাবশালী মিজানুর রহমান রাতারতি সেমি পাকা ঘর নির্মান করেন। সংবাদ পেয়ে প্রথমে জেলা পরিষদের স্টাফ হাবিবুর রহমান ঘটনা স্থলে গিয়ে তাকে ঘর নির্মাণ বাধা দিলে তিনি তাকে হুমকি ধামকি দিয়ে তাড়িয়ে দেন। পরে জেলা পরিষদের প্রশাসনিক কর্মকর্তা লুৎফর রহমান সদরার ও সার্ভেয়ার মো: আল আমিন ঘটনাস্থালে গিয়ে মিজানুর রহমানকে কাজ বন্ধ করতে বলেন। তখনও তিনি কাজ বন্ধ না করে জোরপূর্বক নির্মাণ কাজ চালিয়ে যান। পরে পুলিশ গিয়ে কাজ বন্ধ করে দেয়। ওই জমির আনুমানিক মূল্য প্রায় ৫০ লাখ টাকা। জেলা পরিষদের জমি জবর দখল হতে পারে এমন খবর পেয়ে সোমবার বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালত ঐ জমির ওপর ১৪৪ ধারা জারি করে। কিন্তু আদালাতের ১৪৪ ধারা উপেক্ষা করেন মিজানুর রহমান। জেলা পরিষদ মালিকানধীন ওই জমির মৌজা নং ৭২, গ্রাম আলতাপোল, এসএ খতিখান নং ০৩, দাগ নং- ১৩০, জমির শ্রেণী দাতব্য চিকিৎসালায়।#

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ