নিজস্ব প্রতিবেদক: গতকাল বাংলাদেশ জেলা পরিষদ কর্মকর্তা-কর্মচারী সমিতি যশোর শাখার কমিটি গঠন করা হয়েছে। জেলা পরিষদের প্রশাসনিক কর্মকর্তা লুৎফর রহমান সরদার পুণরায় সভাপতি ও কর্মচারী সরোয়ার উদ্দীন সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।এছাড়া সহ-সভাপতির দু’টি পদে মোঃ আজিজুর রহমান ও মফিজুর রহমান নির্বাচিত হয়েছেন। যুগ্ম সম্পাদক পদে মো: ওবায়দুল হক, সাংগঠনিক সম্পাদক পদে মো: হুমায়ুন কবির, প্রচার সম্পাদক পদে মো: শাজাহান আলী, দপ্তর সম্পাদক পদে মো: তাজ উদ্দীন, কোষাধ্যক্ষ পদে মো: মানিক হোসেন, ক্রীড়া সম্পাদক পদে মো: জহুরুল ইসলাম ইসলাম নির্বাচিত হয়েছে। এছাড়া মো: আবুল হোসেন, রতন কুমার হালদার, মো: শের আলী, মো: আমিনুর রহমান, মো: মাসুদ হাসান ও মো: মোসলেম আলীকে সদস্য করা হয়েছে। সকলের উপস্থিতিতে বিনা প্রতিদ্বন্ধিতায় এই কমিটি ঝোষনা করা হয়।
নবগঠিত কমিটির সভাপতি লুৎফর রহমান সরদার, সহসভাপতি মোঃ আজিজুর রহমান ও মফিজুর রহমান, সাধারন সম্পাদক মোঃ সরোয়ার উদ্দীন জেলা পরিষদের প্রশাসক সাইফুজ্জামান পিকুল ও প্রধান নির্বাহী কর্মকর্তা আরিফ উজ জামানকে ফুলেল শুভেচ্ছা জানান জানান।
