আলী হোসেন: শুন শান শব্দে মুখর কামার পাড়া। আর মাত্র কয়েকদিন পর পবিত্র কুরবানীর ঈদ। ঈদকে সামনে রখে ব্যাস্ত সময় পার করছেন কামার শিল্পীরা। আগুন দিয়ে লোহা গলিয়ে নিপূন হাতে গড়ে তুলছেন দা বটি কোপা ছুরিসহ বিভিন্ন দেশীয় অস্ত্র। কুরবানীর পশু জবাহে ব্যাবহৃত দেশীয় গৃহস্থলী অস্ত্রের বেচাকেনা বাড়ছে।
সারা বছর কোপা দা ছুরি বিক্রি কম হলেও কুরবানীর ঈদ আসলেই বাড়ে এসব অস্ত্রের চাহিদা ও বেচাকেনা। পশু জবাই ও মাংশ ছড়াতে কোপা ও বটি ছুরির চাহিদা থাকায় রাত দিন এসব পন্য তৈরীতে ব্যাস্ত যশোর, বেনাপোল,নাভারন শার্শাও বাগআচড়ার কামার শিল্পের কারিগররা। তবে এবার কোপা ও ছুরির দাম বেশী বলে জানান ক্রেতারা। প্রয়োজনে বেশী দামেই কিনছেন তারা। তবে লোহার মূল্য বৃদ্ধিতে দাম বেড়েছে বলে জানা বিক্রেতারা-
কাজ না থাকায় সারা বছর বসে কাটে সময়। পরিবার পরিজন নিয় কষ্টে সংসার চলে তাদের। কুরবানীর ঈদ আসলেই পাল্টে যায় সেই চিত্র। দেশীয় অস্ত্র তৈরি নিয়ে ব্যস্ত সময় পার করছেন তারা। শোন শান শব্দে মুখরিত হয়ে উঠেছে কামার পাড়া। এবার ঈদে ভাল বেচকেনার হবে বলে ্আশা করেন কারিগরা। কুরবানীর ঈদকে টার্গেট করে ইতোমধ্যে বাজারে দেশীয় অস্ত্রের পসরা বসিয়েছেন বিক্রেতারা। পছন্দের অস্ত্র কিনতে দোকানে ভীড় করছেন ক্রেতারা।

