ফারুক রহমান, সাতক্ষীরা:
কুরবানির বাজারে সাতক্ষীরায় ১১’শ কেজির ডন আগামী ঈদ উল আযহাকে সামনে রেখে কলারোয়া উপজেলার কামারালী গ্রামের শান্ত এগ্রোতে প্রস্তুত করেছে১১০০ কেজির এই ষাঁড়টিকে। তার নাম দেয়া হয়েছে ডন।
শান্ত এগ্রো’র মালিক মফিজুল ইসলাম মোল্লা বলেন, প্রতিবছর ঈদ উল আযহাকে সামনে রেখে তার খামারে অনেকগুলো বড় গরু মোটাতাজাকরণ প্রক্রিয়ার মাধ্যমে প্রস্তাব করা হয়। কিছু পশু আগেই বিক্রি করে দেয়া হয়। তবে, ডনকে তিন বছর লালনপালন শেষে এবার বিক্রির জন্য প্রস্তুত করা হয়েছে ।
তিনি বলেন, নির্দিষ্ট খাবারের মান বজায় রেখে নিয়মিত পরিচর্যার মাধ্যমে তিন বছর ধরে ডনকে মোটাতাজা করা হয়েছে। ডনের খাবারের তালিকায় রয়েছে স্বাভাবিক খাবার। এর মধ্যে খৈল, কুড়া, ভূষি ও ঘাস।

