সোমবার, ১৯শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ৫ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ৩০শে রজব, ১৪৪৭ হিজরি

পাইকগাছায় ক্রয়কৃত সম্পত্তি অবৈধ দখল চেষ্টার অভিযোগ এনে সাংবাদিক সম্মেলন

আরো খবর

পাইকগাছা (খুলনা) থেকে আলাউদ্দীন রাজা।।
পাইকগাছায় ক্রয়কৃত সম্পত্তি অবৈধ দখল চেষ্টার অভিযোগ এনে মঙ্গলবার দুপুরে প্রেসক্লাবে  সাংবাদিক সম্মেলন করেছে ভূক্তভোগী মোঃ আল মুনছুর।
পাইকগাছা প্রেসক্লাবে অনুষ্ঠিত সাংবাদিক সম্মেলনে লিখিত বক্তব্যে বাতিখালী গ্রামের মৃত সুলতান গাজীর পুত্র মোঃ আল মুনছুর বলেন, সরল মৌজায় এস এ ১৭৫ নং খতিয়ানের রেকর্ডের মালিক কিনুরাম মন্ডলের  ওয়ারেশগন বর্তমান বি আর এস রেকর্ডীয় মালিক পরিতোষ কুমার মন্ডল ও বিপ্লব কুমার মন্ডল এর  নিকট থেকে গত ইং ১৫/৬/২২ তারিখ ১৯৮৮/২২ নং এবং ২/৬/২২ তারিখে ২১৮৪/২২ নং কোবলা দলিল মূলে  ০. ০৩৮৪ একর সম্পত্তি ক্রয় করি। উক্ত জমিতে জনৈক অনিতা রানী পেশী শক্তি বলে পাকা প্রাচীর করতে থাকলে আমি পাইকগাছা থানার শরনাপন্ন হয়ে লিখিত অভিযোগ করি।যার প্রেক্ষিতে ৩/৭/২২ তারিখে উভয় পক্ষ কে নিয়ে ওসি বসাবসি করেন। বসাবসির এক পর্যায়ে তর্কিত জায়গায় অনিতা রানী মন্ডল কে কাজ না করার জন্য জানিয়ে দেয়। কিন্তু অদৃশ্য কারণে অনিতা রানী মঙ্গলবার আবার কাজ শুরু করলে ওসি সাহেব কে জানালে তিনি আমাকে উপজেলা চেয়ারম্যানের স্বরনাপন্ন হওয়ার পরামর্শ দেন।থানা পুলিশের কোন ভূমিকা না থাকায় শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য আমি অত্র সাংবাদিক সম্মেলন করছি।

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ