রবিবার, ১৮ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ৪ঠা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৯শে রজব, ১৪৪৭ হিজরি

আশাশুনি সদর ইউপি চেয়ারম্যানের সাথে নাগরিক সমাজের মতবিনিময় সভা অনুষ্ঠিত

আরো খবর

 

আশাশুনি প্রতিনিধি ॥ আশাশুনি সদর ইউপি চেয়ারম্যানের সাথে উপজেলা নাগরিক সমাজের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে ইউপি চেয়ারম্যানের কার্যালয়ে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়। উপজেলা নাগরিক সমাজের সিনিয়র সহ-সভাপতি ও কর্মসূচি বাস্তবায়ন কমিটির সভাপতি জি এম মুজিবুর রহমানের সভাপতিত্বে এবং এড. আবুল কালাম আজাদের সঞ্চালনায় অনুষ্ঠিত মত বিনিময় সভায় ইউপি চেয়ারম্যান এসএম হোসেনুজ্জামান হোসেন, উপজেলা নাগরিক সমাজের সাংগঠনিক সম্পাদক ইয়াহিয়া ইকবাল, নাগরিক সমাজের সাংবাদিক জি এম আল ফারুক, মাসুদুর রহমান মাসুদ, কাদাকাটি ইউপি চেয়ারম্যান দিপংকর সরকার দ্বীপ, বীর মুক্তিযোদ্ধা শহিদুল ইসলাম শহীদ, নাগরিক সমাজের সদস্য সাংবাদিক এমএম সাহেব আলী, সাংবাদিক আহসানুল্লাহ বাবলু, আশাশুনি বাজার বনিক সমিতির সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম বাবু, সদস্য আহসানুল্লাহ, ইউপি সদস্য তারিকুল আওয়াল সেজে, মহানন্দ মন্ডল, সদস্যা মারুফা খাতুন, বাজার ব্যবস্থাপনা কমিটির সাবেক সাধারণ সম্পাদক বেল্লাল হোসেন, ছাত্র লীগ নেতা আশরাফুজ্জামান তাজ, রবিউল ইসলাম রবি, আলামিন হোসেন, আমিরুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন। সভায় মরিচ্চাপ নদী মূল অংশ বরাবর খনন করে আশাশুনি সদরের বাজারকে রক্ষা করে শহর রক্ষা বাঁধ নির্মাণ করাসহ উপজেলা সদরের বাজারের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।###

খাজরায় ভূমিহীন সমিতির সভা অনুষ্ঠিত
আশাশুনি প্রতিনিধি ॥ আশাশুনি উপজেলার খাজরা ইউনিয়নের তুয়ারডাঙ্গা উত্তরপাড়া মাঠ প্রাঙ্গনে ভূমিহীন সমিতির সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিকালে অ্যাডভোকেট মোস্তফা জামানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা ভূমিহীন সমিতির সভাপতি আব্দুস সাত্তার। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ঘোষণা অনুযায়ী প্রকৃত ভূমিহীনদের কে বাছাই করা হবে এবং সরকারি সম্পত্তি তাদের নামে সুষম বন্টন নিশ্চিত করতে হবে। উপজেলা স্বেচ্ছাসেবক লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক বিকাশ চন্দ্র মন্ডলের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন প্রতিবন্ধী কল্যাণ সমিতির মহাসচিব শেখ আবুল কালাম আজাদ, জেলা ভূমিহীন সমিতির সদস্য শুকুর আলী, মোঃ হায়দার আলী, আ’লীগ নেতা শফিকুল ইসলাম, শ্রমিকলীগ নেতা সিরাজুল ইসলাম প্রমুখ।

আশাশুনির কাদাকাটিতে মহানবী (সঃ) কে নিয়ে
কটুক্তির প্রতিবাদে মিছিল ও সমাবেশ
আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি ঃ মহানবী হযরত মুহাম্মাদ (সঃ) কে নিয়ে ভারতে বিতর্কিত মন্তব্য ও কটুক্তির প্রতিবাদে ও ডুমুরিয়ার কলেজ ছাত্রের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহনের দাবীতে আশাশুনি উপজেলার কাদাকাটি ইউনিয়নে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিকালে ইউনিয়নের টেশাকাশিপুর গ্রামে কাদাকাটি ইউনিয়ন যুবলীগের সভাপতি আসিফ ইকবাল রিপনের সহযোগিতায় সমাবেশে সভাপতিত্ব করেন, ইউপি সদস্য রমজান আলী মোড়ল। মাষ্টার গোলাম মোস্তফার পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন, মসজিদের ইমাম হাফেজ হাবিবুর রহমান, আল. আবু তালেব সানা, মাজেদ সানা, সাংবাদিক এমএম সাহেব আলী, ইউনিয়ন যুবলীগ সভাপতি আসিফ ইকবাল রিপন, টেকাকাশিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি শহিদুল ইসলাম প্রমুখ। #

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ