শনিবার, ১৭ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৮শে রজব, ১৪৪৭ হিজরি

ফের সোশ্যাল মিডিয়া কাঁপালেন মালাইকা আরোরা

আরো খবর

তার যেন বয়সই বাড়ে না। এখনও তরুণীদের টেক্কা দিতে পারে তার ফিটনেস। তিনি বলিউডের জনপ্রিয় ‘আইটেম গার্ল’ মালাইকা আরোরা। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় পুরানো ছবি পোস্ট করেই ঝড় তুললেন মালাইকা।

সাদাকালো সেই ছবি হার মানাবে রঙিন ছবিকে। ধানক্ষেতের মধ্যে খালি পায়ে দৌড়াচ্ছেন তিনি। পরনে স্কার্ট, অফ-শোল্ডার টপ। খোলা চুল ঢেকেছে মুখ। ক্যাপশনে লিখেছেন, “রান মালা রান…”।
আসলে ১৯৯৮ সালে হলিউডের বিখ্যাত ক্লাসিক সিনেমা ‘রান লোলা রান’ থেকে অনুপ্রাণিত হয়েই বহু বছর আগে এই ফটোশ্যুট করেছিলেন মালাইকা। বলাই বাহুল্য, এমন ক্লাসিক ছবিতে ‘আগুন’ আর ‘লাভ’ রিঅ্যাক্টে ভরে গেছে ইতোমধ্যেই। এমনকি ক্যাটরিনা কাইফও মন্তব্য করেছেন, “আমার দেখা এটা তোমার সেরা ফটোশ্যুট!”

বহুদিন বড় পর্দায় দেখা যায়নি মালাইকাকে। তবুও খবরের শিরোনামে তিনি সবসময় থাকেন। আরবাজ খানের সঙ্গে ডিভোর্সের পর বয়ফ্রেন্ড অর্জুন কাপুরের সঙ্গেই সর্বক্ষণ দেখা যায় তাকে। তবে ফের কবে বিয়ে করছেন, যদিও সেসব নিয়ে এখনও কিছু জানাননি অভিনেত্রী। -বিডি-প্রতিদিন

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ