শনিবার, ১৭ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৮শে রজব, ১৪৪৭ হিজরি

ভারতীয় পেঁয়াজ আমদানি শুরু কেজিতে ১১টাকা কমেছে  দাম

আরো খবর

আলী হোনসন
টানা দুই মাসপর আবারও বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারতীয় পেঁয়াজ আমদানি শুরু হয়েছে। ফলে বেনাপোলসহ বাংলাদেশের বিভিন্ন সবজির বাজারে প্রতিকেজিতে ১১টাকা কমেছে পেয়াজের দাম। ভারতীয় পেয়াজ বিক্রি হচ্ছে ৩১টাকায়। পেট্টাপোল বন্দর দিয়ে আমদানি হচ্ছে এসব পেয়াজের চালান।
আমদানিকৃত পেঁয়াজের মূল্য পড়ছে প্রতি কেজি ৩৪ টাকা। সে অনুযায়ি বাজারে এই পেঁয়াজ ৩৬ টাকা বিক্রি হওয়ার কথা থাকলে আরো ৫টাোকা কমে বিক্রি করছেন অসাধু ব্যাবসায়িরা। ফলে দাম কমায় খুশি ক্রেতা। আমদানি স্বাভাবিক হলে দাম আরও কমবে বলে জানিয়েছেন আমদানিকারকরা। গত দুই দিনে ভারত থেকে প্রায় ১১৭ মেট্রিক টন পেঁয়াজ আমদানি হয়েছে। আমদানির খবরে খুচরা বাজারে দেশি পেঁয়াজের দাম কেজিতে৫/৭ টাকা কমে ৪০/৪২টাকায় বিক্রি হচ্ছে। দেশে বন্যা পরিস্থিতিতে নিম্নাঞ্চল প্লাবিত হওয়ায় সংকটের আশঙ্কা এবং ঈদে যাতে পেঁয়াজের দাম না বাড়ে সে জন্য আমদানির অনুমতি দিয়েছে সরকার।
ক্রেতা মনির হোসেন ও জগদিস সরকার বলেন, বুধবার দেশি পেঁয়াজের কেজি৪২/৪৮ টাকা কিনেছি। ভারত থেকে পেঁয়াজ আমদানি শুরু হওয়ায় কেজিতে ৯/১১ টাকা কমেছে। দাম কিছুটা কম হওয়ায় স্বস্তিতে নিন্ম আয়ের মানুষেরা।
খুচরা পেঁয়াজ বিক্রেতা রাজু আহম্মেদ বলেন, দেশি পেঁয়াজের দাম কমতে শুরু করেছে। আমদানি স্বাভাবিক হলে দাম আরও কমে যাবে। তবে ভারতীয় পেঁয়াজ আমদানিতে দেশি পেঁয়াজের দাম কমেছে।

বেনাপোলের পেঁয়াজ আমদানিকারক মিন্নু হোসেন মিন্টু রহমান এবং শামিম উদ্দীন গাজি বলেন, ইমপোর্ট পারমিট দেওয়ায় পেঁয়াজ আমদানি শুরু হয়েছে। গত দুই দিনে ভারত থেকে ১১৭ মেট্রিক টন পেঁয়াজ আমদানি করেছে। আমদানি করা পেঁয়াজ প্রতি কেজি ৩৫ টাকায় বিক্রি করা হচ্ছে। আমদানি ও সরবরাহ বাড়লে আরও দাম কমবে।
বেনাপোল উদ্ভিদ সংগনিরোধের উপ-সহকারী কর্মকর্তা হেমন্ত কুমার সরকার বলেন, দেশে বছরে পেঁয়াজের চাহিদা প্রায় ৩৫-৩৬ লাখ টন। যা দেশে উৎপাদন হয় ৩০ থেকে ৩২ লাখ টন। গত বছর দেশে পেঁয়াজ উৎপাদন বেড়েছে দুই লাখ ৭৯ হাজার টন। তবে গরম আর সংরক্ষণের অভাবে উৎপাদিত পেঁয়াজের ২০ শতাংশ নষ্ট হয়ে যায়। তাই চাহিদা মেটাতে প্রায় পুরো বছর আমদানির ওপর নির্ভর করতে হয়। আর এসব পেঁয়াজের সিংহভাগ আসে ভারত থেকে। এর আগে ২০২১-২২ অর্থবছরে পাঁচ লাখ টনের অধিক পেঁয়াজ আমদানি করা হয়েছিল।

বেনাপোল বন্দরের উপপরিচালক (প্রশাসন) আব্দুল জলিল বলেন, দুই মাস পরে আবারও পেঁয়াজ আমদানি শুরু হয়েছে। মঙ্গল ও বুধবার এই দুই দিনে ভারত থেকে ১১৭ মেট্রিক টন পেঁয়াজ আমদানি হয়েছে। যাতে দ্রুত বন্দর থেকে খালাস নিতে পারে, সে জন্য ২৪ ঘণ্টা বন্দর খোলা থাকছে।

 

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ