যশোরে শিপলুর টর্চার সেল থেকে অপহৃত ব্যবসায়ী উদ্ধার, শিবলুসহ গ্রেফতার-৩।
যশোরে অপহৃত ব্যবসায়ীকে উদ্ধার করেছে পুলিশ। গত ৭ (জুলাই)তারিখে যশোর কোতয়ালী থানাধীন হাজী মোহাম্মদ মহসীন সড়কে জব্বার এন্ড সন্স দোকানের সামনে থেকে ব্যবসায়ী সাইফুল ইসলাম অপহরণ করে ।

জব্বারের দোকানের পিছনে গলি পথে জনৈক শিপলু’র কথিত টর্চার সেলে নিয়ে জনৈক কুলসুম এর পাওনা টাকা আদায়ের লক্ষ্যে ,আটক করে শিপলুর নির্দেশে অজ্ঞাতানামা ৭/৮ জন সন্ত্রাসী। টর্চার থেকে উদ্ধারে সময় তার শরীরে নীলা ফোলা জখম করে অপহৃতের বাড়ীতে খবর পাঠিয়ে ব্ল্যাংক চেক ও ব্ল্যাংক স্ট্যাম্পে স্বাক্ষর নেয় এবং বিকাশে ও নগদ ৫৩,০০০ টাকা গ্রহণ আদায় করে।
পুলিশ জানায়, ভিটটিমের ভগ্নিপতি সাইফুল মামলা করলে পুলিশ ঘটনার সতত্যা খোজার জন্য ৭ তারিখ রাতে শিপলুর টর্চার থেকে ৩জন আসামী ৫৩ হাজার টাকাসহ ব্ল্যাংক চেক ও ব্ল্যাংক স্ট্যাম্পে স্বাক্ষর উদ্ধার করে। শহরের প্রানকেন্দ্রে এমন পৈশাচিক , নির্মম ঘটনার বলে র্নানা দেন তারা।
গ্রেফতারকৃত আসামীরা হলেন, শাহজাহান কবির ১ শিপলু (৪৩), পিতামৃত- আব্দুর রব, সাং- পুরাতন কসবা কাজীপাড়া, ২। মোছাঃ কুলসুম (৩০), স্বামী- ইমদাদুল হক, সাং- চাঁচড়া কবরস্থান
৩। মোঃ শফিকুল ইসলাম চিন্টু ((৩৬), পিতামৃত- সাইদুর আলম, সাং- বকচর, সর্বথানা-কোতয়ালী, জেলা-যশোর।
এসময় উদ্ধার করা হয় একটি ব্ল্যাংক চেক ,০৩টি কাঠের লাঠি, নগদ ৩৫,হাজার টাকা ও বিকাশের মোবাইল ফোন।

