কেশবপুর প্রতিনিধি:
যশোরের কেশবপুর উপজেলার ত্রিমহোনী গ্রামের মুক্তিযোদ্ধা মোঃ রজব আলী খাঁন মঙ্গলবার বিকাল ৩:৫৫ মিনিটে তাঁর নিজ বাসভবনে মুত্যুবরণ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৭ বছর। বুধবার সকালে নামাজে জানাজা শেষে গার্ডওনার দিয়ে রাষ্ট্রীয় মর্যাদায় প্রদানের পর তাকে তার পারিবারিক কবর স্থানে দাফন করা হয়। তাঁর পুত্র কতুব উদ্দিন খান বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এবং সংসদ ভবনে জব করেন। জেলা ও কেন্দ্রীয় নেতৃবৃন্দ রণাঙ্গনের সৈনিক রজব আলী খানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।

