শনিবার, ১৭ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৮শে রজব, ১৪৪৭ হিজরি

যশোর রুপদিয়ার জিরাট মাটিবাহি ট্রলির চাকায় পিষ্ট হয়ে আপন দুই চাচাতো ভাই-বোন নিহত

আরো খবর

 

প্রতিনিধি

আপন দুই চাচাতো ভাই-বোন নিহত

যশোর সদরের রুপদিয়ার জিরাট গ্ৰামে নিজেদের মাটিবাহি ট্রলির চাকায় পিষ্ট হয়ে আপন দুই চাচাতো ভাই-বোন ঘটনাস্থলে নিহত হয়েছে।আজ রোববার (১৭ই জুলাই) ভোর সাড়ে ৬টার দিকে প্রতিদিনের মত কামাল হোসেন বাড়ি থেকে ট্রলি নিয়ে মাটি টানার উদ্দেশ্যে রওনা হয়, তখন সে খেয়াল করেনি পেছনে কেও আছে কি না, যখন গাড়ি পেছনের দিকে নিতে যায় তখন বাঁধা অনুভব করে।চালক তখন গাড়িথেকে নেমে পেছনে এসে দেখে গাড়ির চাকার নিচে চাপা পড়ে আছে কামাল হোসেনের শিশু কন্যা জাহিয়া খাতুন (৪) জামাল হোসেনের পুত্র আবু হুরায়রা (২) । তখন পরিবারের চিৎকারে আশপাশের লোকজন এসে ঘটনাস্থলে নিহত দুই শিশু পড়ে আছে।

জাহিয়া খাতুন
এদিকে, মর্মান্তিক এ ঘটনার পর এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। একই পরিবারের দুই শিশুর অকাল মৃত্যু কিছুতেই মেনে নিতে পারছেন না তারা।
এ বিষয়ে নরেন্দ্রপুর পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই নাজমুল ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানোর জন্য চেষ্টা চলছে ।#

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ