হুমায়ুন কবির সোহাগ, কালীগঞ্জ,ঝিনাইদহ :
ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কার্যালয়ের এসএপিপিও পদে কর্মরত আনোয়ার হোসেনের নামে বালাইনাশকের লাইসেন্স প্রদানে স্বাক্ষর জালিয়াতির অভিযোগের ভিত্তিতে পুনরায় ৩ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠিত হয়েছে আজ।এই তদন্ত কমিটির আহবায়ক হলেন কোটচাঁদপুর উপজেলা কৃষি কর্মকর্তা মহাসিন আলী।আর অন্য দুইজন সদস্যের একজন হলেন ঝিনাইদহ সদর কৃষি কর্মকর্তা জাহিদুল করিম এবং অপরজন হলেন ঝিনাইদহ জেলা কৃষি প্রকৌশলী এনামুল হক।তিন সদস্যের এই তদন্ত কমিটিকে আগামী ৫ কর্মদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার জন্য বলা হয়েছে।
জেলা প্রশিক্ষণ কর্মকর্তা বিজয় কৃষ্ণ হালদার জানান,কালীগঞ্জে কর্মরত এসএপিপিও আনোয়ার হোসেন আমার স্বাক্ষর জাল করেছেন। ব্যাপারটি ধরতে পেরেই আমি আমি তার বিরুদ্ধে অভিযোগ দেই।আশাকরি অভিযোগের ভিত্তিতে গঠিত তদন্ত কমিটি সঠিক তদন্তের মাধ্যমে অভিযুক্তের জালিয়াতির বিষয়টি বের করে আনবে।
ঝিনাইদহ কৃষি সম্প্রসারণ অধিদপ্তর
কার্যালয়ের উপ-পরিচালক মোঃ আজগর আলী জানান,আনোয়ার হোসেনের স্বাক্ষর জালিয়াতির ব্যাপারটিতে পূর্বে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছিল।যা স্থগিত করে আজ পুনরায় নতুন একটি কমিটি গঠন করা হয়েছে। তদন্ত প্রতিবেদনে অভিযুক্ত আনোয়ার হোসেন দোষী প্রমাণিত হলে অবশ্যই তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

