নড়াইল প্রতিনিধি ঃ
বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক কৃষিবিদ আ ফ ম বাহাউদ্দিন নাছিম বলেছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে জঙ্গীবাদী- ও মৌলবাদী শক্তি ক্ষমতায় আসার জন্য ষড়যন্ত্র অব্যাহত রেখেছে। হিন্দুদের ওপর হামলা ও অগ্নিসংযোগ ওই সন্ত্রাসীগোষ্ঠি, জঙ্গীবাদী ও মৌলবাদী শক্তিরই অপতৎপরতা। সাম্প্রদায়িক সন্ত্রাসী গোষ্ঠি রাজনৈতিক ফায়দা লুটতে এদেশকে একটি সাম্প্রদায়িক দেশ করবার অপচেষ্টায় আছে। বুধবার (২০ জুলাই) দুপুরে নড়াইলের লোহাগড়ায় উপজেলার দীঘলিয়ায় হিন্দুদের ওপর সন্ত্রাসীদের হামলা ও অগ্নিসংযোগে ক্ষতিগ্রস্ত মন্দির ও বাড়িঘর পরিদর্শন শেষে অনুষ্ঠিত সভায় তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন, আমাদের পরিচয় আমরা মানুষ। সকল ধর্মের মানুষকে সম্মান অধিকার দিয়ে পাশাপাশি বসবাস করতে আওয়ামী লীগ সচেষ্ট। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা মুক্তিযুদ্ধের চেতনাকে প্রতিষ্ঠিত করবার জন্যে কাজ করে যাচ্ছেন। অপরাধী যে দলেই হোক, তাদের কোন ক্ষমা নেই। যারা দেশকে অস্থীতিশীল করতে চায়, যারা নিরীহ মানুষের ক্ষতিসাধন কওে, তারা দেশের শত্রু। শেখ হাসিনার নেতৃত্বে সম্মিলিতভাবে সকল অপশক্তির মোকাবেলা করতে হবে। যারা সংখ্যালঘুদের ওপর হামলা চালিয়েছে খুব তাড়াতাড়ি তাদের মুখোশ উম্মোচন করা হবে। দ্রুতই তাদের বিচার করে শাস্তির আওতায় আনা হবে।
সংসদ সদস্য মাশরাফি বিন মোর্ত্তজা বলেন, বারবারই বলে আসছি, নড়াইলে আগে কখনো এ ধরণের ঘটনা ঘটেনি। আমরা প্রশাসনকে বলেছি, সঠিক তদন্ত করে বিচার করতে হবে। যাতে অপরাধীরা আর কখনো এ ধরণের ঘটনা না ঘটায়।
নড়াইল জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাড. সুবাস চন্দ্র বোস এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যেও মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বি, এম মোজাম্মেল হক, ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দী, সদস্য শাহাবুদ্দিন ফরাজী, নড়াইল-১ আসনের সংসদ সদস্য কবিরুল হক মুক্তি, নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফি বিন মোর্ত্তজা, জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান, পুলিশ সুপার প্রবীর কুমার রায়, লোহাগড়া উপজেলা নির্বাহী অফিসার মোঃ আজগর আলী, নড়াইল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সদর উপজেলা চেয়ারম্যান নিজাম উদ্দিন খান নিলু, লোহাগড়া পৌর মেয়র উপজেলা আওয়ামী লেিগর সাধারণ সম্পাদক সৈয়দ মসিয়ূর রহমান, দীঘলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি স ম ওহিদুর রহমান, দীঘলিয়া ইউপি চেয়ারম্যান সৈয়দ বোরহান উদ্দিন প্রমুখ। ক্ষতিগ্রস্ত ঘরবাড়ি ও মন্দির পরিদর্শন শেষে নেতৃবৃন্দ ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে ১০ হাজার টাকা করে অনুদান করেন ।
জানা যায়, মহানবী হযরত মোহাম্মদ(সাঃ) কে ফেসবুকে কটুক্তি করা নিয়ে গত ১৫ জুলাই বিকালে স্থানীয় বিক্ষুব্ধ জনতা কটুক্তিকারির বাড়ি ঘেরাও করলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠে। একপর্যায়ে উত্তেজিত জনতা সাহাপাড়ার কয়েকটি বাড়ি ও মন্দির ভাংচুর সহ একটি বাড়িতে অগ্নি সংযোগ করে। এ ঘটনায় পুলিশ বাদি হয়ে ২৫০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে। এ পর্যন্ত ওই মামলার ৬জন আসামীকে পুলিশ গেস্খপ্তার করেছে। অপরদিকে, কুঁক্তিকারি আকাশ সাহার বিরুদ্ধে ধর্মীয় অনুভুতিতে আঘাত হানার অভিযোগে দায়েরকৃত মামলায় আকাশ সাহাকে গ্রেপ্তার করা হয়েছে।##

