শনিবার, ১৭ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৮শে রজব, ১৪৪৭ হিজরি

কেন ৬-৭ বছর জুহি চাওলার সঙ্গে কথা বলেননি আমির খান?

আরো খবর

একই সঙ্গে বড় পর্দায় পা রেখেছিলেন দু’জনে। সেই সময় থেকেই বন্ধুত্বটা তৈরি হয়েছিল আমির খান-জুহি চাওলার। ভবিষ্যতে সেই বন্ধুত্ব আরও গাঢ় হয়। কিন্তু ‘ইশ্ক’ ছবির শ্যুটিং চলার সময়ে খুব সামান্য একটি কারণেই তাদের বন্ধুত্বে ফাটল ধরে। এমনকি এ জন্য তাদের মধ্যে ৬-৭ বছর বাক্যালাপ বন্ধ ছিল। পুরনো স্মৃতি হাতড়াতে গিয়ে এমনই চাঞ্চল্যকর ঘটনা সামনে এনেছেন আমির খান।

আমিরের প্রযোজনায় ‘রুবারু রোশনি’ নামে তথ্যচিত্রটি পরিচালনা করছেন স্বাতী চক্রবর্তী ভাটকাল। সেই তথ্যচিত্রের প্রচারেই সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন আমির। সেখানেই তিনি বলেন, ‘ইশ্কের শ্যুটিংয়ের সময়ে খুব সামান্য কারণেই জুহির সঙ্গে আমার ঝামেলা হয়। আমার ইগোটা সেই সময় মনে হয় একটু বেশিই ছিল। তাই আমি ঠিক করি, ওর সঙ্গে আর কথা বলব না। এমনকি সেটেও না। আমি ওর থেকে দূরত্ব রাখতে শুরু করি। আমি নিজেও জানি না, কেন আমি এরকম করেছিলাম।’
এর সঙ্গেই আমির হাসতে হাসতে যোগ করেন, ‘ও যদি আমার পাশে এসে বসত, আমি উঠে চলে যেতাম। অন্তত ৫০ ফিট দূরে গিয়ে বসতাম। এমনকি কাজ শেষে ফেরার সময়ে গুডবাইটুকুও বলতাম না। শুধুমাত্র সিনের সময়ে কথা বলতেই হত। আর কাজের জন্য খুব প্রয়োজনে কথা বলতে হলে, সেটুকুও প্রফেশনাল ভাবেই বলতাম।’

তবে আমির খানের সঙ্গে যখন রিনার বিচ্ছেদ হয়ে যাচ্ছে, সে সময়ে সব কিছু ভুলে আমিরকে ফোন করেছিলেন জুহি। আমির বলছিলেন, ‘আমার পাশাপাশি রিনার সঙ্গেও জুহির ভাল সম্পর্ক ছিল। যখন আমাদের বিচ্ছেদ হয়, সে সময় জুহি আমাকে ফোন করে। আমাদের মধ্যে সমস্যা যাতে মেটানো যায়, সেই উদ্দেশ্যে। ও জানত, আমি ফোনটা নাও ধরতে পারি। তবু করেছিল। যেটা আমার মনকে ছুঁয়ে গিয়েছিল।’

-বিডি প্রতিদিন

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ