মঙ্গলবার, ২০শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ৬ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ১লা শাবান, ১৪৪৭ হিজরি

দেবহাটায় জাতীয় মৎস্য সপ্তাহের সংবাদ সম্মেলন ও পাবলিক সার্ভিস দিবস পালিত

আরো খবর

দেবহাটা প্রতিনিধি: ‘নিরাপদ মাছে ভরবো দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ’ শীর্ষক প্রতিপাদ্যকে সামনে রেখে দেশব্যাপী শুরু হওয়া জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপনে দেবহাটায় সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার বেলা ১১টায় উপজেলা মৎস্য অধিদপ্তরের আয়োজনে নির্বাহী অফিসারের কার্যালয়ে সংবাদ সম্মেলনটি অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে গণমাধ্যমকর্মীদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আজহার আলী ত্বোহা। এসময় সিনিয়র মৎস্য অফিসার আলমগীর হোসেন, দেবহাটা প্রেসক্লাবের সভাপতি আব্দুর রব লিটু, সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান শাওন সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে রাসায়নিকের ব্যবহার ছাড়াই নিরাপদ মাছ চাষাবাদ থেকে শুরু করে ভোক্তা পর্যন্ত পৌছে দিতে মৎস্য চাষী ও খামারীদের প্রতি আহ্বান জানানো হয়। একইসাথে রপ্তানীযোগ্য চিংড়িতে অপদ্রব্য পুশ বন্ধে অভিযান পরিচালনার পাশাপাশি নানা কর্মসূচী গ্রহনের বিষয়টি নিশ্চিত করা হয়। ২৩ জুলাই থেকে ২৯ জুলাই পর্যন্ত সাত দিনব্যাপী মৎস্য সপ্তাহের অন্যান্য কর্মসূচীর মধ্যে দ্বিতীয় দিন ব্যানার ফেস্টুন সহযোগে সড়কে র‌্যালী, উদ্বোধনী অনুষ্ঠান এবং আলোচনা সভা, মৎস্য পুরষ্কার প্রদান, পোনামাছ অবমুক্তকরণ, মৎস্য সেক্টরে বর্তমান সরকারের অগ্রগতি ও সাফল্য বিষয়ে নির্মিত প্রামান্যচিত্র প্রদর্শনী, তৃতীয় দিন মৎস্য চাষী ও মৎস্যজীবিদের সাথে মতবিনিময়, চতুর্থ দিন অবৈধ জালের বিরুদ্ধে মোবাইল কোর্টের অভিযান পরিচালনা, পঞ্চম দিন মৎস্যচাষীদের মাছ চাষ বিষয়ক বিশেষ পরামর্শ প্রদান, পুকুরের মাটি ও পানি পরীক্ষা, ষষ্ঠ দিন সুফলভোগীদের প্রশিক্ষন এবং বিভিন্ন উপকরণ বিতরণ পরবর্তী সপ্তম দিনে জাতীয় মৎস্য সপ্তাহের মূল্যায়ন ও সমাপনী অনুষ্ঠানের মধ্যদিয়ে দিবসটি সুসম্পন্ন হবে বলেও সংবাদ সম্মেলনে জানিয়েছেন নের্তৃবৃন্দরা। সংবাদ সম্মেলন শেষে পাবলিক সার্ভিস দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ